Cancer Awareness: সঙ্গমের পর রক্তপাত হলে সাবধান, হতে পারে জরায়ুর ক্যানসার

গুড হেলথ ডেস্ক

ইদানীং মহিলাদের মধ্যে ক্যানসার (Cancer Awareness) হওয়ার প্রবণতা উত্তরোত্তর বাড়ছে। ব্রেস্ট ক্যানসারের পাশাপাশি জরায়ু বা সারভাইক্যাল ক্যানসারেও আক্রান্ত হচ্ছেন মাঝবয়সী মহিলারা। অথচ এই ক্যানসার সম্পর্কে আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত। সারভাইক্যাল ক্যানসার কী ? কেনই বা হয়? চলুন জানি…

জরায়ুর ক্যান্সার (Cancer Awareness) কী?
মহিলাদের জরায়ু এবং যোনিকে যে কোষ সংযুক্ত করে, সেখানে যদি কোনও পরিবর্তন হয়, তাহলে হতে পারে জরায়ুর ক্যানসার। পরিবর্তিত এই কোষ জরায়ুর কলা, তন্ত্রগুলোকে প্রভাবিত করে। এমনকি শরীরের অন্যান্য অংশ যেমন ফুসফুস, লিভার, মূত্রাশয়, যোনি এবং মলদ্বারে ছড়িয়ে পড়তে পারে ক্যানসার।

এই রোগের উপসর্গ কী?
মূলত দুটি।
● ‌অনিয়মিত ‌ও অস্বাভাবিক ঋতুস্রাব
● ‌সঙ্গমের পরবর্তী সময়ে রক্তপাত

Cervical Cancer

Vitamin Deficiency: চোখের কোল ফুলছে, ত্বক শুষ্ক, সারাদিন ক্লান্তিভাব? এই ভিটামিনেরই অভাব হচ্ছে

ঝুঁকিতে কারা?
● যেসব মহিলার ইমিউনোকম্প্রোমাইজেশন কন্ডিশন থাকে , যেমনটা ‌এইচআই ভিহলে হয়, অর্থাৎ এদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে
● অতিরিক্ত পরিমাণে ধূমপান করলে
● একাধিক ব্যক্তির সঙ্গে যৌনসংসর্গের ফলে শরীরে ‌হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের আক্রমণ হলে
● ‌যাঁদের তিনটের বেশি সন্তান আছে

Bleeding After Sex

রোগ নির্ধারণ কীভাবে?
কিছু পরীক্ষার মাধ্যমে বোঝা যায় কারও এই রোগ হয়েছে কি না।
● ‌বায়োপসি

● ‌এম আর আই

● ‌‌সি টি স্ক্যান
এছাড়াও স্ক্রিনিং টেস্টের মাধ্যমে ভবিষ্যতে কারও সারভাইক্যাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কি না তা আগে থেকেই জানা যায় ‘‌প্যাপস্মিয়ার’‌ নামে স্ক্রিনিং টেস্টের সাহায্যে।

‌চিকিৎসা কী?
সারভাইক্যাল ক্যানসারে আক্রান্ত হলে প্রথমেই কোনও গাইনেকোলজিক্যাল অঙ্কোলজিস্টের কাছে যেতে হবে। অঙ্কোলজিস্টের পরামর্শে সার্জারি, কেমোথেরাপি ও রেডিয়েশনের সাহায্য নিতে হবে।

প্রতিরোধ করা যায়?
সুসংবদ্ধ জীবন সব অসুখবিসুখ থেকেই আমাদের সুরক্ষা জোগায়। সারভাইক্যাল ক্যানসারও তার ব্যতিক্রম নয়। জরায়ুর ক্যানসার থেকে বাঁচতে…
● ‌অতিরিক্ত পরিমাণে ধূমপান ত্যাগ করুন
● ‌স্বাস্থ্যকর খাবার খান
● একাধিক ব্যক্তির সঙ্গে যৌনসংসর্গ এড়িয়ে চলুন
● ‌বর্তমানে এই রোগ প্রতিষেধক টিকা আবিষ্কার হয়েছে (এইচ পি ভি ভ্যাক্সিন), সে–বিষয়ে খোঁজখবর নিন, পারলে গ্রহন করুন