Cancer: কম খরচে ক্যানসারের আধুনিক থেরাপি শুরু করছে এই হাসপাতাল, লাখ লাখ টাকা দিতে হবে না

গুড হেলথ ডেস্ক

ক্যানসারের (Cancer) চিকিৎসা মানেই রোগীর পরিবার-পরিজনের ঘটি-বাটি বিক্রি করে দিতে হত এক সময়। এখনও ক্য়ানসারের থেরাপির খরচ অনেক। ক্যানসার কোন পর্যায় আছে দেখে এবং কী ধরনের ক্য়ানসারের ট্রিটমেন্ট হচ্ছে তার ওপরেই খরচের মাত্রা নির্ভর করে। কেমোথেরাপি-রেডিওথেরাপি দিয়ে ট্রিটমেন্টের খরচ কম নয়। এবার এই সমস্যার সমাধানেই এগিয়ে এল মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল।

খুব কম খরচে ক্যানসারের (Cancer) আধুনিক থেরাপি নিয়ে এসেছে টাটা মেমোরিয়াল হাসপাতালের বিশিষ্ট অনকোলজিস্টরা। ড. কুমার প্রভাস বলছেন, এতদিন ক্যানসারের চিকিৎসা করতে লাখ লাখ টাকা খরচ হত রোগীর পরিবারের। সর্বসান্তও হতে হয়েছে বহু মানুষকে। মুখ ও গলার ক্যানসার, প্রস্টেট ক্যানসার, রক্তের ক্যানসার হোক বা স্তন ক্যানসার, সবকটির চিকিৎসার খরচ ও পোস্ট-সার্জারি পর্বের কেমোথেরাপির খরচ অনেক। কিন্তু আধুনিক পদ্ধতিতে ক্য়ানসারের থেরাপিতে খরচ অনেক কম হবে। গোড়া রোগ নির্ণয় করা গেলে রোগীর দীর্ঘ সময় সুস্থ থাকাও অসম্ভব হবে না।

Tata Memorial Hospital

Menstruation: স্যানিটারি ন্যাপকিন দিনে ক’বার বদলান? পিরিয়ডের দিনগুলোতে নিয়ম মানুন

টাটা মেমোরিয়ালের ডাক্তাররা বলছেন, মুখ ও গলার ক্য়ানসারের চিকিৎসায় ইমিউনোথেরাপির প্রয়োগ করছেন তাঁরা। ৯৭ শতাংশ ক্যানসারের রোগী এই থেরাপিতে ভাল আছেন। এই ট্রিটমেন্টে প্রতি মাসে খরচ ২৫ হাজার টাকার মতো। যেখানে অন্য়ান্য চিকিৎসা পদ্ধতিতে মাসে খরচের ধাক্কা ২ থেকে ৩ লাখ ছাড়িয়ে যায়। খুব কম ডোজে ওষুধ দিয়ে এই ট্রিটমেন্ট শুরু করেছেন ডাক্তাররা।

কী এই ইমিউনোথেরাপি?

ক্যানসার (Cancer)  নিরাময়ে অস্ত্রোপচার, রেডিওথেরাপি, কেমোথেরাপির ওপর বেশি ভরসা রাখেন গবেষকরা। তবে ইদানীং উন্নত পদ্ধতিতে ইমিউনোথেরাপিতেও মারণ রোগের মোকাবিলা করা হচ্ছে। ইমিউনোথেরাপি মানেই হল শরীরের ইমিউন কোষকে সক্রিয় করে রোগের বিরুদ্ধে লড়াইয়ে উপযোগী করে তোলা। তার জন্য বাইরে থেকে নানা রকম ইমিউন বুস্টার বা ইনহিবিটর প্রয়োগ করেন ডাক্তাররা। এই ইনহিবিটর শরীরের বি-কোষ ও ঘাতক টি-কোষকে সক্রিয় করে তোলে।

Cancer treatment

কীভাবে কাজ করে?

আমেরিকাতে ইমিউনোথেরাপির প্রয়োগ অনেক আগেই শুরু হয়েছে। আমাদের দেশেও এখন এই থেরাপির প্রয়োগ শুরু হয়েছে অনেক হাসপাতালেই। ইজিএফআর টাইরোসিন কাইনেজ ইনহিবিটর ও এএলকে ইনহিবিটর প্রযোগ করলে দীর্ঘমেয়াদী ফল পাওয়া যায়। ইমিউনোথেরাপি ড্রাগ ওষুধের মতো খাওয়ানো যায় রোগীকে। শরীরে গিয়ে টিউমার কোষের সঙ্গে লড়াই করতে পারে। ক্যানসার কোষ নষ্ট করার জন্য কেমো দেওয়ার দরকার পড়ে না। ডাক্তারবাবুরা নিভোলুমাব (Nivolumab) নামে এক ধরনের ওষুধের ট্রিটমেন্ট শুরু করেছেন। এই ওষুধ নানা ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হয়। মুখ ও গলার ক্যানসার, লিভার ক্য়ানসার, কোলন ক্যানসার, খাদ্যনালীর ক্যানসার, গ্য়াস্ট্রিক ক্যানসারের ট্রিটমেন্টে এই ওষুধের ট্রায়ালে সুফল মিলেছে বলে দাবি।

Immunotherapy for cancer

ডাক্তাররা বলছেন,ইমিউনোথেরাপিতে শরীরে ঘাতক টি-কোষ বা সাইটোটক্সিক টি-লিম্ফোসাইট কোষ সক্রিয় হয়ে ওঠে। ঘাতক টি-কোষ ক্যানসার (Cancer) কোষের বৃদ্ধি থামিয়ে দেয়। ক্যানসার চিকিৎসায় ইমিউনোথেরাপির উন্নতি হচ্ছে। এই পদ্ধতিতে অনেক দ্রুত ও যন্ত্রণাহীনভাবে ক্যানসার রোগের চিকিৎসা সম্ভব।