হেয়ার স্ট্রেটনিং মহিলাদের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে? মার্কিন বিজ্ঞানীদের ‘সিস্টার স্টাডি’ চমকে দেবে

গুড হেলথ ডেস্ক

আলাদা করে চুল বাঁধার ঝক্কি এড়াতে এখন অনেকেই স্ট্রেটনিং (Hair straightening), স্মুদনিং-এর পথে হাঁটেন। সব পোশাকের সঙ্গেই সোজা, মসৃণ চুল বেশ মানিয়ে যায়। দেখতেও মন্দ লাগে না। বিউটি পার্লারগুলোতে এখন হেয়ার স্ট্রেটনিং এবং স্মুদনিং করানোর জন্য মেয়েদের ভিড় লেগেই আছে। প্রাকৃতিকভাবে যদি স্ট্রেটনিং (Hair straightening) করা হয় তাহলে তাতে ক্ষতি নেই। কিন্তু সাঁলোগুলোতে যে ধরনের রাসায়নিক ব্যবহার করা হচ্ছে সেগুলো শুধু চুলের ক্ষতি করে তাই নয়, মারণ রোগের ঝুঁকিও বাড়িয়ে দিচ্ছে।

আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (NIH) গবেষণা চমকে দেবে। মার্কিন স্বাস্থ্যমন্ত্রকের অধীনস্থ এই রিসার্চ সেন্টারে জরায়ুর ক্যানসার নিয়ে গবেষণা করছিলেন একদল বিজ্ঞানী। এনআইএইচ-এরই ন্যাশনাল ইনস্টিটিউট অব এনভায়রনমেন্ট হেলথ সায়েন্স (NIEHS) বিভাগে এই গবেষণা চলছিল। সেখানে বিজ্ঞানীরা দাবি করেছেন, হেয়ার স্ট্রেটনিং (Hair straightening) করানোর জন্য যে রাসায়নিকগুলো ব্যবহার করা হচ্ছে তা মহিলাদের শরীরের জন্য মারাত্মক। ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে এইসব রাসায়নিক। এমনকি জরায়ুর ক্যানসারের কারণও হয়ে উঠছে। 

Hair straightening

৩৩ হাজারের বেশি মার্কিন মহিলাকে নিয়ে একটি গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এর নাম ‘সিস্টার স্টাডি’। এই মহিলাদের বয়স ৩৫ থেকে ৭০ বছরের মধ্যে। এই গবেষণা চলার সময়েই বিজ্ঞানীরা দেখেছেন, একটু বেশি বয়সের মহিলাদের মধ্যে ক্যানসারের ঝুঁকি বাড়ছে। অ্যাফ্রো-আমেরিকান এক মহিলা ঘন ঘন হেয়ার স্ট্রেটনিং করাতেন। তাঁর শরীরে সেইসব রাসায়নিক পাওয়া গেছে। পরবর্তী সময়ে তাঁর জরায়ুর ক্যানসার ধরা পড়েছে। সেই মহিলা একা নন, এমন ঘটনা আরও অনেকের ক্ষেত্রেই ঘটেছে। 

Hair straightening chemicals

ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের গবেষক এবং ক্যানসার এপিডেমোলজি গ্রুপের প্রধান অ্যালেকজান্দ্রা হোয়াইট দাবি করেছেন, যে মহিলারা মাঝেমধ্যেই হেয়ার স্ট্রেটনিং করান তাঁদের জরায়ুর ক্যানসারের ঝুঁকি ৪.০৫ শতাংশ বেশি। টানা ১১ বছর ধরে গবেষণা করে ৩৭৮ জন মহিলাকে চিহ্নিত করা হয়েছে যাঁদের শুধু ঘন ঘন হেয়ার স্ট্রেটনিং (Hair straightening) করানোর কারণেই ক্যানসার হয়েছে। এই মহিলাদের শরীরে প্যারাবেনস, প্যালেটস, ফ্র্যাগরেন্সের মতো রাসায়নিক পাওয়া গেছে যা হেয়ার স্ট্রেটনিং ক্রিম বা ওই জাতীয় জিনিসের মধ্যে থাকে। এইসব রাসায়নিক মহিলাদের শরীরে হরমোনের ভারসাম্য বিগড়ে দিতে পারে। মারাত্মক ক্ষতি করতে পারে জরায়ুর।