স্তন ক্যানসার সেরেছে ইমিউনোথেরাপিতে, বিশ্বে সাড়া ফেলে দেওয়া এই চিকিৎসা পদ্ধতি কী?

গুড হেলথ ডেস্ক

স্তন ক্যানসার (Breast cancer) অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছিল। ক্যানসার কোষ ছড়াতে শুরু করেছিল সারা শরীরে। রেডিওথেরাপিতে তেমন আশা দেখছিলেন না ডাক্তারবাবুরা। তাছাড়া ঘন ঘন রেডিওথেরাপিতে শরীরে আরও নানা রোগ বাসা বাঁধতে শুরু করেছিল মহিলার। সেই সময় ইমিউনোথেরাপি (Immunotherapy) ড্রাগ ট্রায়াল করেছিলেন বিজ্ঞানীরা। তাতেই চমৎকার হয়। দেখা যায়, ক্যানসার কোষের বিভাজন ধীরে ধীরে বন্ধ হচ্ছে। ইমিউনোথেরাপির (Immunotherapy) সেই ট্রায়াল এখন সাফল্যের মুখে। গবেষকরা বলছেন, ক্যানসার চিকিৎসায় কেমোথেরাপি-রেডিওথেরাপির থেকে অনেক উন্নত ও পার্শ্বপ্রতিক্রিয়াহীন ট্রিটমেন্ট হতে পারে ইমিউনোথেরাপি। ক্যানসারের মতো মারণ রোগের চিকিৎসায় নানা রকম থেরাপি নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। অ্য়ান্টিবডি থেরাপিও অনেকটাই সাফল্যের মুখে। তাছাড়া স্টেম সেল থেরাপি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। তবে এই থেরাপির খরচ অনেক। পাশাপাশি ইমিউনোথেরাপি (Immunotherapy) নিয়েও গবেষণা চলছে। ইমিউনোথেরাপির ওষুধে স্তন ক্যানসার নির্মূল হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। Immunotherapy কী এই ইমিউনোথেরাপি (Immunotherapy)? ক্যানসার (Cancer)  নিরাময়ে অস্ত্রোপচার, রেডিওথেরাপি, কেমোথেরাপির ওপর বেশি ভরসা রাখেন গবেষকরা। তবে ইদানীং উন্নত পদ্ধতিতে ইমিউনোথেরাপিতেও মারণ রোগের মোকাবিলা করা হচ্ছে। ইমিউনোথেরাপি মানেই হল শরীরের ইমিউন কোষকে সক্রিয় করে রোগের বিরুদ্ধে লড়াইয়ে উপযোগী করে তোলা। তার জন্য বাইরে থেকে নানা রকম ইমিউন বুস্টার বা ইনহিবিটর প্রয়োগ করেন ডাক্তাররা। এই ইনহিবিটর শরীরের বি-কোষ ও ঘাতক টি-কোষকে সক্রিয় করে তোলে। ইমিউনোথেরাপিতে কীভাবে ক্যানসারের চিকিৎসা করা হচ্ছে? ইমিউনোথেরাপি ড্রাগ ওষুধের মতো খাওয়ানো যায় রোগীকে। শরীরে গিয়ে টিউমার কোষের সঙ্গে লড়াই করতে পারে। ক্যানসার কোষ নষ্ট করার জন্য কেমো দেওয়ার দরকার পড়ে না। ইমিউনোথেরাপির বেশ কিছু ওষুধ নিয়ে ক্লিনিকাল ট্রায়াল চলছে, ক্যানসার রোগীদের ওপর প্রয়োগও করা হচ্ছে। নিভোলুমাব (Nivolumab) নামে এক ধরনের ওষুধের ট্রিটমেন্ট শুরু হয়ছে সম্প্রতি। এই ওষুধ নানা ধরনের ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হয়। মুখ ও গলার ক্যানসার, লিভার ক্য়ানসার, কোলন ক্যানসার, খাদ্যনালীর ক্যানসার, গ্য়াস্ট্রিক ক্যানসারের ট্রিটমেন্টে এই ওষুধের ট্রায়ালে সুফল মিলেছে বলে দাবি। What is Immunotherapy যে মহিলার স্তন ক্যানসারের চিকিৎসা ইমিউনোথেরাপিতে (Immunotherapy) হয়েছে তাঁকে গবেষকরা একটি ড্রাগ ট্রায়ালে রাখেন তাঁকে। ইমিউনোথেরাপি ড্রাগের সঙ্গে অ্যাটেজোলিজুমাব দেওয়া হয় তাঁকে। তাতেই ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে ক্যানসার কোষ। ইমিউনোথেরাপিতে শরীরে ঘাতক টি-কোষ বা সাইটোটক্সিক টি-লিম্ফোসাইট কোষ সক্রিয় হয়ে ওঠে। ঘাতক টি-কোষ ক্যানসার কোষের বৃদ্ধি থামিয়ে দেয়। বিজ্ঞানীরা বলছেন, ক্যানসার চিকিৎসায় ইমিউনোথেরাপির উন্নতি হচ্ছে। এই পদ্ধতিতে অনেক দ্রুত ও যন্ত্রণাহীনভাবে ক্যানসার রোগের চিকিৎসা সম্ভব।