ভাইরাস দিয়ে তৈরি ওষুধে ক্যানসার সেরেছে, ইঞ্জেকশনের এক ডোজেই, চমৎকার করলেন বিজ্ঞানীরা

গুড হেলথ ডেস্ক

ক্যানসারকে (Cancer) টা টা করার দিন কি এসে গেল?

ক্যানসার সারাতে এবার আসরে নামছে ভাইরাস।

ব্যাপারটা তাহলে বুঝিয়ে বলা যাক। ইঞ্জেকশনের এক ডোজেই নাকি ক্যানসার কোষ চুপসে যাবে, এমনটাই দাবি করেছেন ব্রিটেনের বিজ্ঞানীরা। সেই ওষুধও আবার যেমন তেমন নয়। জাঁদরেল ভাইরাস দিয়েই ক্যানসার কাঁটা তুলবেন বিজ্ঞানীরা। ভাইরাসের স্ট্রেন নিয়ে তা দিয়ে তৈরি হয়েছে ক্যানসারের ওষুধ।

গপগপ করে ক্যানসার কোষ গিলে ফেলছে! নতুন ভাইরাস বানালেন বিজ্ঞানীরা

Cancer-killing virus

চিকিৎসাবিজ্ঞানে চমৎকার ঘটিয়ে ফেলেছেন বিজ্ঞানীরা। ভাইরাস দিয়ে তৈরি ওষুধ ইতিমধ্যেই ৪০ জন ক্যানসার (Cancer) আক্রান্ত রোগীর ওপরে ট্রায়াল করা হয়েছে। দাবি, ওষুধের ডোজে প্রত্যেকেরই শরীরে টিউমার কোষ নাকি মিলিয়ে যেতে শুরু করেছে। একজনের আবার ক্যানসার কোষ পুরোপুরি মিলিয়ে গেছে, তিনি সেরে ওঠার পথে। বাকিদের শারীরিক অবস্থা ভালর দিকেই।

কী ওষুধ বানিয়েছেন বিজ্ঞানীরা?

মুখের আলসারের জন্য দায়ী ভাইরাস দিয়েই এই ওষুধ তৈরি হয়েছে। কোল্ড স্টোরেজে রেখে দেওয়া ভাইরাল স্ট্রেন ল্যাবরেটরিতে বিশুদ্ধ (পিউরিফিকেশন) করে তা দিয়ে ওষুধ তৈরি করছেন বিজ্ঞানীরা। ৩৯ বছরের এক ক্যানসার আক্রান্ত রোগীর ম্যালিগন্যান্ট টিউমার কোষ নাকি এই ওষুধের ডোজেই মিলিয়ে যেতে শুরু করেছে।

স্টেম সেল থেরাপিতে সারছে মারণ রোগ! ক্যানসার-এইডসের চিকিৎসায় নতুন পথের দিশা

Cancer-killing virus

বিজ্ঞানীরা বলছেন, ২০১৭ সাল থেকে এই ওষুধ নিয়ে গবেষণা শুরু হয়েছিল। ক্যানসারের (Cancer) জন্য দায়ী ভাইরাস দিয়েই ওষুধ বানানোর কথা ভেবেছিলেন বিজ্ঞানীরা। অনেকটা বিষে বিষে বিষক্ষয়ের মতো। তবে ভাইরাল স্ট্রেনের সবটা ব্যবহার করা হয়নি। খুব সামান্য পরিমাণ নিষ্ক্রিয় করে তা দিয়েই ওষুধ বানানো হয়েছে যাতে কোনওরকম সাইড এফেক্টস না হয়।

মুখ্য গবেষক কেভিন হ্যারিংটন বলছেন, ভাইরাস দিয়ে তৈরি ইঞ্জেকশনের নাম আরপি২ (virus injection RP2)। ক্যানসার রোগীর শরীরের কোথায় টিউমার কোষের বিভাজন শুরু হয়েছে আগে তা পরীক্ষা করে দেখে নেওয়া হচ্ছে। তারপর ঠিক ক্যানসার কোষকে টার্গেট করে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সরাসরি ওষুধের ডোজ ঢুকে যাচ্ছে টিউমার কোষে এবং কোষের বিভাজন বন্ধ করে দিচ্ছে।

Cancer Treatment: ক্যানসার কোষ ধ্বংস করতে পারে এই থেরাপি, কেমোর দরকার নেই

৪০ জন ক্যানসার (Cancer) রোগী ইতিমধ্যেই এই থেরাপিতে সুফল পাচ্ছেন বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। আরও ৩০ জনকে এই ইঞ্জেকশনের সঙ্গে অন্য ওষুধও দেওয়া হচ্ছে। সেই থেরাপিও সাফল্যের মুখে বলে জানা গেছে।