
হাড়ে দীর্ঘদিন ধরে অসহ্য যন্ত্রণা? হাড়ের ক্যানসারকে আর্থ্রাইটিস ভেবে ভুল করবেন না
গুড হেলথ ডেস্ক
ক্যানসার হয়েছে শুনলেই রোগীর মরমর অবস্থা হয়। জীবনের অর্ধেকটা যেন তখনই ফুরিয়ে আসে। আধুনিক চিকিৎসাব্যবস্থায় এই রোগের কিছু কিছু পর্যায়ের সঙ্গে লড়াই করা সম্ভব হলেও, আজও পরিবারের কেউ এই রোগের শিকার হয়েছেন শুনলে যেন মাথায় বাজ ভেঙে পড়ে। তার অন্যতম কারণ অবশ্যই, এই রোগ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে ওঠার চাবিকাঠি এখনও অধরা। ক্যানসার অনেক রকম হয়। সবথেকে বিরল ধরনের যে ক্যানসার তার মধ্যে অন্যতমই হল হাড়ের ক্যানসার।
হাড় সংক্রান্ত সব ক্যানসারের মধ্যে অস্টিওসারকোমাই (osteosarcoma) সব থেকে বেশি দেখা যায়। যে কোনও বয়সের যে কোনও মানুষের এই রোগ হতে পারে। শিশু ও কমবয়সীদের মধ্যে এই ক্যানসারের প্রকোপ খুব বেশি।
ক্যানসার যত তাড়াতাড়ি ধরা পড়ে ততই তার চিকিৎসায় সেরে ওঠার সম্ভাবনা থাকে (osteosarcoma)। মেটাস্টেসিস হোক বা নন মেটাস্টেসিস, ক্যানসারের সঙ্গে প্রাথমিক লড়াইটা যত দ্রুত শুরু হবে ততই রোগীর দীর্ঘদিন সুস্থ থাকার সম্ভাবনা বেশি। বেশির ভাগ ক্যানসারের ক্ষেত্রেই উপসর্গ ধামা চাপা পড়ে থাকে দীর্ঘ দিন। প্রকাশ্যে আসেই অনেকটা দেরিতে, তাই চিকিৎসা শুরু হতেই সময় লেগে যায়।
হাড়ের ক্যানসারের লক্ষণ কী কী?
হাড়ে বা গাঁটে ব্যথা হলে তাকে সব সময়ে বাতের ব্যথা বলে ফেলে রাখবেন না। বিশেষ করে গা-হাত-পা ব্যথা ইত্যাদি হলে তা এড়িয়ে যাবেন না। এখন থেকেই সাবধান হোন। নিয়মিত হাড়ের ব্যথা কিন্তু বোন ক্যানসারের ইঙ্গিত দেয়।
মাঝে মাঝেই পা ফুলে যেতে পারে।
শরীরে প্রায়ই কি লাল র্যাশ বেরোয় এবং চুলকুনি হয়? অধিকাংশ ক্ষেত্রেই এগুলি পোকার কামড় বা অ্যালার্জি বলে এড়িয়ে যাওয়া হয়। কিন্তু নিয়মিত এগুলি হতে থাকলে এক বার অন্তত ডাক্তার দেখিয়ে নিন।
অস্টিওসারকোমায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় হাঁটুর ওপরের লম্বা হাড়গুলো। এ ছাড়া পায়ের ওপরের অংশে, নীচের অংশ, হাতের ওপরের অংশের হাড়গুলো ক্ষতিগ্রস্থ হয়।
চোট-আঘাত না পাওয়া সত্ত্বেও হাড়ে ব্যথা হওয়ার পাশাপাশি যদি ব্যথা হওয়ার স্থান অনেকটা ফুলে যায়, তা হলে এটি সাধারণ হাড়ের সমস্যা নাও হতে পারে। তখন বুঝতে হবে সমস্যা অন্য।
ক্যানসার হলে হাড় দুর্বল ও ভঙ্গুর হতে শুরু করে। তখন সামান্য আঘাতেই হয়ে যায় ফ্র্যাকচার। সামান্য চোটেও হাড়ে ফাটল ধরে যায়।
অস্টিওসারকোমা হলে শরীরের কোনও অংশ অবশ হতে শুরু করে। হাত-পা নাড়াতে সমস্যা হতে পারে। অনেকেই আর্থ্রাইটিস ভেবে ভুল করেন। কিন্তু এমন হলে ডাক্তার দেখিয়ে নিতে হবে।