World Thyroid Day 2022: গলার নীচে ফোলা? থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার মানেই ক্যানসার নয়

গুড হেলথ ডেস্ক

ক্যানসারের নামেই আতঙ্কে ভুগতে থাকেন অধিকাংশ মানুষ৷ মৃত্যুভয়, খরচসাপেক্ষ চিকিৎসা, শারীরিক কষ্ট সব মিলে মনের ওপর চিন্তার পাহাড় জমে। গলার নীচে ফোলা ভাব (World Thyroid Day 2022), জ্বালা ইত্যাদি দেখে অনেকে ভেবেই নেন থাইরয়েড গ্ল্যান্ডে ক্যানসার হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, থাইরয়েড গ্ল্যান্ডে টিউমার মানেই সবসময় ক্যানসার নয়। তবে টিউমার গোড়ায় ধরা পড়লে যদি দ্রুত চিকিৎসা শুরু করা যায় তাহলে ম্যালিগন্যান্সি হওয়ার আগেই রোগ সেরে যাবে।

থাইরয়েড ক্যানসারের (World Thyroid Day 2022) চিকিৎসা শুরু থেকেই হলে জীবনের ঝুঁকি কম, সহজে ছড়ায় না, নিয়মিত চিকিৎসায় সেরেও যায়, এমনকি অসুখ সারার পর স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারেন রোগী।

 

থাইরয়েড ক্যানসার নিয়ে আতঙ্ক নয়

সাধারণত ৪০–৪৫ বছর বয়সের পর এ রোগ হয়। তবে পঁয়তাল্লিশ বছর বয়সের আগে থাইরয়েড গ্ল্যান্ডে ক্যানসার ধরা পড়লে তা সেরে যাওয়ার সম্ভাবনা থাকে প্রায় ৯৯ শতাংশ। আজকাল কমবয়সীদের মধ্যেও রোগ হচ্ছে।

Thyroid Cancer

ডাক্তারবাবুরা বলছেন, গলার নীচের অংশে ব্যথাহীন টিউমার থাকলে, খেয়াল রাখতে হবে তা ঢোঁক গিললে ওপরের দিকে উঠে আসছে কি না। প্রথম দিকে বোঝা যায় না। বা কোনও অসুবিধেও হয় না। অনেকে আবার বুঝতে পারলেও তা উপেক্ষা করেন। যার ফল আরও ভয়ানক।

লক্ষণ কী কী

গলার নীচের অংশে যদি কোনও ব্যথাহীন টিউমার থাকে, গলার স্বর বদলাতে থাকে, খাবার বা জল গিলতে কষ্ট হয়, শ্বাসকষ্ট হয়, গলার দু’ পাশে শক্ত দলা পাকানো কিছু মনে হয় তাহলে সাবধান হতে হবে।

থাইরয়েড গ্ল্যান্ডের (World Thyroid Day 2022) টেকনিসিয়াম স্ক্যান করে সেই রিপোর্টের ভিত্তিতে আরও কিছু পরীক্ষা করা হয়। ক্যানসার থাকলে এতেই ধরা পড়ে।

Cancer

এই রোগ সাধারণত দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে ধরা পড়ে। রোগ যে পর্যায়েই ধরা পড়ুক না কেন, অপারেশনে সেরে যায় বেশিরভাগ ক্ষেত্রেই৷ থাইরক্সিন জাতীয় ওষুধ খেয়ে যেতে হয়। স্ক্যান করে যদি দেখা যায় শরীরের অন্য জায়গায় ক্যানসার ছড়িয়েছে তখন রেডিও আয়োডিন থেরাপি বা রেডিও আয়োডিন অ্যাবলেশন করতে হয়। রোগীকে তেজস্ক্রিয় আয়োডিন খাওয়ানো হয়। পুরো চিকিৎসার পর রোগ ফিরে আসার সম্ভাবনা একেবারেই কম৷