Bisphenol A: মায়ের গর্ভেও ঢুকছে প্লাস্টিক-বিষ, হাঁপানিতে আক্রান্ত হচ্ছে শিশু

গুড হেলথ ডেস্ক

প্লাস্টিক-বিষ (Bisphenol A) ঢুকছে মায়ের গর্ভেও। বুকের দুধে মিশছে রাসায়নিক। মায়ের থেকে সদ্য়োজাতের শরীরেও ঢুকছে প্লাস্টিক-রাসায়নিক। ভবিষ্যতে সেই সন্তানেরই হাঁপানিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে। শ্বাসযন্ত্রের নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু। বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা এমনই ভয়ঙ্কর তথ্য় দিয়েছে।

প্য়ারিস, নেদারল্য়ান্ডে প্রায় ৩০০০ মা ও সন্তানের স্বাস্থ্য় পরীক্ষা করে এমন তথ্য় পেয়েছেন গবেষকরা। ‘এনভায়রনমেন্টাল ইন্টারন্য়াশনাল’ (Environment International) জার্নালে এই গবেষণার খবর ছাপা হয়েছে।

গবেষণা উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য়

বার্সেলোনা ইনস্টিউট অব গ্লোবাল হেলথ (ISGlobal) প্লাস্টিক-দূষণ ও তার মারাত্মক প্রভাব নিয়ে গবেষণা Bisphenol Aকরছে দীর্ঘদিন ধরে। বিজ্ঞানীদের দাবি, ‘বিসফেনল এ’  (Bisphenol A) নামে এক ধরনের রাসায়নিক প্লাস্টিকজাত উপাদান থেকে আসে। এই টক্সিক প্লাস্টিকের কন্টেনার, জলের বোতল, প্লাস্টিকের কাপ, প্লাস্টিকের নানা জিনিসপত্রে থাকে। এমনকি পুনর্ব্য়বহারযোগ্য় প্লাস্টিকের জিনিসেও এই রাসায়নিক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। বিসফেনল এ এমনই বিষাক্ত উপাদান যা শরীরে ঢুকলে শ্বাসযন্ত্রের দফারফা করে দিতে পারে। এই বিষ জরায়ুর দেওয়ালেরও বাধা মানে না। ফলে মায়ের শরীরে ঢুকলে তা গর্ভস্থ ভ্রূণের শরীরেও ঢুকে যেতে পারে। সেই সন্তানই ভূমিষ্ট হওয়ার পরে পরবর্তী সময়ে হাঁপানি বা জটিল শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হতে পারে।

bisphenol A

১৯৯৯ থেকে ২০১০ সাল অবধি মা ও শিশুদের স্বাস্থ্য় পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেছেন, স্কুলে যাচ্ছে এমন বাচ্চাদের মধ্য়ে হাঁপানি বাড়ছে। এর কারণ শুধুমাত্র বায়ুদূষণ নয়, পরীক্ষা করে দেখা গেছে মায়ের গর্ভে থাকার সময়েই বিষাক্ত রাসায়নিক ঢুকেছিল তাদের শরীরে। বিষ জমতে জমতে তা ভবিষ্যতে মারাত্মক আকার নিয়েছে। সেই রাসায়নিকই ধীরে ধীরে ডালপালা মেলে শ্বাসের নানা জটিল রোগ ডেকে এনেছে।

asthma

 

বিষ-ফেনলে (Bisphenol A) বিষাক্ত হচ্ছে ফুসফুস

বিসফেনল এ টক্সিকবড় ঘাতক। গরম খাবার প্লাস্টিকের সংস্পর্শে এলে ওই রাসায়নিক খাবারের সঙ্গে মেশে। এটি নিয়মিত শরীরে ঢুকলে মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। এগুলো কোষের সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এবং কোষের দেওয়ালে ক্ষত তৈরি করে। শরীরের স্বাভাবিক জৈবিক কাজকর্ম বিগড়ে দেয়। হার্ট, কিডনি, লিভার, ফুসফুসও ক্ষতিগ্রস্থ হয়।  দীর্ঘদিন ধরে প্লাস্টিক-বিষ (Bisphenol A) শরীরে ঢুকলে তা জিনের ওপরও প্রভাব খাটায়।

Bisphenol A

প্লাস্টিকের বোতলে বেশি জল খাওয়া, প্লাস্টিকের মোড়কে দীর্ঘসময় খাবার রাখা, প্লাস্টিক-প্য়াকেট থেকে খাবার খাওয়া, কাঁচ বা মাইক্রোওভেন প্রুফ পাত্রের বদলে প্লাস্টিকের বাসনে খাবার বেশি রাখলে তার থেকে বিসফেনল এ শরীরে ঢুকতে পারে। পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতলের পানীয়তেও মেশে বিসফেনল এ।  যার ফলে প্রজননঘটিত নানা ধরনের জটিলতা, প্রজননক্ষমতা হ্রাস, ফুসফুসের রোগ, ক্য়ানসার, হাড়ের ক্ষয় হতে পারে।

উদ্বেগের কারণ হল, মায়ের বুকের দুধে, প্লাসেন্টার মধ্য়েও এই ক্ষতিকর রাসায়নিক (Bisphenol A) পাওয়া গেছে। বিজ্ঞানীরা বলছেন, মায়ের শরীর থেকে গর্ভস্থ সন্তানের শরীরে ঢুকে যাচ্ছে বিষ। যা পরবর্তীকালে হাঁপানি, রেসপিরেটারি সিন্ড্রোমের কারণ হয়ে উঠছে।