আপনার বাচ্চার ডায়াবেটিস নেই তো? লক্ষণ চিনে সতর্ক থাকুন বাবা-মায়েরা

গুড হেলথ ডেস্ক

ডায়াবেটিসের (Diabetes) নির্দিষ্ট কোনও বয়স নেই। ছোট থেকে বড় যে কোনও বয়সেই হানা দিতে পারে মধুমেহ। ৬ মাসের বাচ্চাও ভুগতে পারে ডায়াবেটিসে। ৬ মাসের ছোট বাচ্চাদের মধুমেহ সেরে যাওয়ারও সম্ভাবনা থাকে। কিন্তু বয়স যখনই ৬ মাসের বেশি হয়ে যায়, তখনই তা চিরস্থায়ী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

বিশেষজ্ঞরা বলছেন,  ছোটদের মধ্যে ডায়াবেটিস (Diabetes) ধরা পড়ছে অনেকটাই দেরিতে। কারণ অভিভাবকদের মধ্যে তো বটেই, ডাক্তারদের মধ্যেও এ নিয়ে সচেতনতা অনেক কম। তাই বাচ্চারা প্রাথমিক উপসর্গ নিয়ে গেলেও অনেক ক্ষেত্রেই দেখা যায়, চিকিৎসকেরা বাচ্চাদের ডায়াবেটিস বাদে বাকি পরীক্ষা করিয়েছেন। কারণ ওই বয়সে যে ডায়াবেটিস হতে পারে, সেটাই ভাবতে পারেন না অনেকে। এমনও দেখা গেছে সদ্যোজাত শিশুরও রক্তে শর্করার মাত্রা অনেক বেশি।

Diabetes

বাচ্চাদের কী কী লক্ষণ দেখলে বুঝবেন ডায়াবেটিস হয়েছে?

একদম ছোট বাচ্চার ক্ষেত্রে যদি দেখেন সবসময়েই ডায়াপার ভিজে যাচ্ছে, বার বার বদলানোর দরকার পড়ছে তাহলে সতর্ক হতে হবে।

বাচ্চার মধ্যে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিলেও তা মধুমেহর লক্ষণ।

খুব বেশি জল তেষ্টা পাওয়া বা একেবারেই জল খেতে না চাওয়া ডায়াবেটিসের (Diabetes) লক্ষণ হতে পারে।

তলপেটে ব্যথা, ক্ষীণ দৃষ্টি ডায়াবেটিসের (Diabetes) লক্ষণ।

ক্ষত শুকোতে দেরি হওয়া, রক্তচাপ আচমকা কমে গেলে সতর্ক হতে হবে।

ক্ষত শুকোতে দেরি হওয়া, ওজন কমে যাওয়াও লক্ষণ।

diabetes

ইনসুলিন রেজিসটেন্সের কারণে যখন শরীরে শর্করার মাত্রা বেড়ে যায় তখন শিশু টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত হয়। আর টাইপ ২ ডায়াবেটিস খুবই মারাত্মক হতে পারে। শিশুর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এক্ষেত্রে জেনেটিক কারণ যেমন রয়েছে, তেমনি ভাইরাস ইনফেকশনের কারণও হতে পারে। প্যংক্রিয়াসের কোনও সেল নষ্ট হেয় গেলে, ওবেসিটি বা স্থূলত্ব, সাইফস্টাইলে অনিয়ম ডায়াবেটিসের (Diabetes) কারণ হয়ে উঠতে পারে।