
সদ্যোজাতের ইউটিআই বুঝবেন কেমন করে? ছোট বাচ্চাদের কীভাবে সাবধানে রাখবেন
গুড হেলথ ডেস্ক
স্কুলের অপরিচ্ছন্ন টয়লেট, নোংরা অন্তর্বাস, দীর্ঘসময় ভেজা অন্তর্বাস থেকে বাচ্চাদের ইউটিআই (UTI) বা প্রস্রাবের সংক্রমণ হতে পারে। একদম ছোট বাচ্চারা নিজের অসুবিধার কথা বলতে পারে না। বিশেষ করে সদ্যোজাত শিশুদের ঠিকমতো পরিচ্ছন্ন না রাখলে ইউটিআই হওয়ার ঝুঁকি বাড়ে। সেক্ষেত্রে বাবা-মায়েদের বিশেষ যত্ন নিতে হবে।
বাচ্চারা যেহেতু কষ্টটা বলতে বা বোঝাতে পারে না, তাই একদম ছোট বাচ্চাদের প্রস্রাবের সংক্রমণ হলে তা ধরতে অনেক দেরি হয়ে যায়। আর শিশুর ইউটিআই-এর (UTI) চিকিৎসা যদি দেরিতে হয় তাহলে কিডনির স্থায়ী ক্ষতি হতে পারে। বয়স বাড়লে জটিল কিডনির রোগ হওয়ার আশঙ্কাও দেখা দেয়। তাই বাচ্চাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনকে অবহেলা করা কোনওভাবেই উচিত নয়।
শিশুদের ইউটিআই (UTI) কেন হয়?
ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রস্রাবের জায়গায় জ্বালা, সংক্রমণ হতে পারে। ছোট বাচ্চাদের খাবার থেকে সংক্রমণ হওয়ার ঝুঁকি বেশি। ব্যাকটেরিয়া পেট থেকে ইউরেথ্রায় গিয়ে মূত্রনালিতে সংক্রমণ ছড়ায়।
শিশুদের গোপনাঙ্গ পরিষ্কার করার সময় ওয়াইপ থেকেও সংক্রমণ ছড়াতে পারে। ভেজা অন্তর্বাস অনেকক্ষণ পরে থাকলে তার থেকেও সংক্রমণ ছড়াতে পারে।
বাচ্চা জল কম খেলে বা কনস্টিপেশনের ধাত থাকলে তার থেকে বৃহদন্ত্রে প্রদাহ হয়। যার থেকে মূত্রথলিতে চাপ পড়তে পারে এবং প্রস্রাবের সময় সমস্যা হয়।
বাচ্চার ইউটিআই হচ্ছে বুঝবেন কেমন করে?
একদম ছোট বাচ্চা বা সদ্যোজাতের ইউটিআই (UTI) বোঝা খুব মুশকিল। অন্য সমস্যা হচ্ছে ভেবে বাবা-মায়েরা ভুল ওষুধ দিয়ে ফেলেন বা এড়িয়ে যান। শিশুরোগ বিশেষজ্ঞরা বলছেন, ইউটিআই বোঝার প্রথম লক্ষণ হল বাচ্চা প্রস্রাব করার সময় কাঁদবে। প্রস্রাব করতে চাইবে না বা তাদের গোপনাঙ্গ দিয়ে রক্ত বেরোতে পারে।
প্রস্রাবের সংক্রমণ ঠেকাতে নতুন ওষুধ আসছে, কিডিনির রোগও সারাবে
বাচ্চা ঘন ঘন বমি করবে, খেতে চাইবে না, দুর্বল হয়ে পড়বে
ত্বক হলুদ হয়ে যেতে পারে, ওজন বাড়বে না
প্রস্রাব ঘোলাটে হবে, তাতে দুর্গন্ধ হবে
ঘন ঘন প্রস্রাব পাবে বাচ্চা এবং প্রতিবার প্রস্রাব করার সময় কাঁদবে বা অস্বস্তি বোঝাবে।
বাবা-মায়েরা কীভাবে সাবধানে রাখবেন সন্তানকে
জন্মের প্রথম ৬ মাস বুকের দুধ খাওয়ালে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কনস্টিপেশনের ঝুঁকি কমবে
বাচ্চার গোপনাঙ্গে ওয়াইপ করার সময় সামনে থেকে পেছনে মুছতে হবে
বাচ্চার যেন ভেজা অন্তর্বাস না পরে থাকে সেটা বারে বারে খেয়াল করতে হবে
নাইলন বা সিন্থেটিকের বদলে সুতির ঢিলেঢালা অন্তর্বাস পরাতে হবে
সুগন্ধী সাবান বা বাজারচলতি সুগন্ধী ক্রিম শিশুর গোপনাঙ্গে ব্যবহার করবেন না
বাচ্চাকে পর্যাপ্ত জল খাওয়াতে হবে
ডায়াপার খুব বেশিক্ষণ পরিয়ে রাখবেন না