বাচ্চার পায়ুপথে ব্যথা, মলের সঙ্গে রক্ত? পলিপ হয়েছে কিনা বুঝবেন কী করে

গুড হেলথ ডেস্ক

বাচ্চা রোজ প্রাতঃকৃত্য করার সময়ে কাঁদে? মলের সঙ্গে রক্ত বেরিয়ে আসে? পায়ুপথে যন্ত্রণা হয়? তাহলে সাবধান হতে হবে অভিভাবকদের (Juvenile Polyposis)। সবসময় কোষ্ঠকাঠিন্যের জন্য এই সমস্যা হচ্ছে তা নয়। বাচ্চার পায়ুপথে বা রেকটামে পলিপ হলেও এমন অবস্থা তৈরি হতে পারে।

পলিপ হল বৃহদন্ত্র বা কোলনে ছোট টিউমার। সহজ কথায়, ফুলে ওঠা মাংসপিণ্ড যাকে পলিপ বলা হয়। যদি কোলনে একসঙ্গে অসংখ্য এমন মাংসপিণ্ড বা পলিপ গজায় তাহলে তাকে জুভেনাইল পলিপ (Juvenile Polyposis) বলে। পলিপোসিস মানে হল একসঙ্গে অনেকগুলো পলিপ একসাথে যদি একই জায়গায় গজিয়ে ওঠে।

Juvenile Polyposis Syndrome

পলিপোসিসের নানা ধরণ আছে। বড়দেরও হয়, আবার শিশুদেরও। সাধারণ ২ বছর থেকে ১০ বছরের বাচ্চাদের জুভেনাইল পলিপোসিস সিন্ড্রোম দেখা দেয়। এরও কারণ অনেক। অনেক সময় এই জুভেনাইল পলিপ বংশগত কারণেও হতে পারে। পারিবারিক ইতিহাস থাকলে সন্তানেরও মধ্যেও আসতে পারে। পলিপ যে সবসময় সাঙ্ঘাতিক ক্ষতিকর হতে পারে এমনটা নয়, তবে সঠিক সময় চিকিৎসা না করালে বিপদ বাড়তে বাড়ে। পলিপ ম্যালিগন্যান্ট হয়ে কোলন ক্যানসারও হতে পারে।

কী কী লক্ষণ দেখে সতর্ক হবেন বাবা-মায়েরা?

জুভেনাইল পলিপোসিসের (Juvenile Polyposis) কিছু উপসর্গ দেখে সাবধান হতে হবে। তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে পলিপ হতে পারে। সেই সময় হজমে সমস্যা দেখা দেয় বাচ্চাদের। প্রোটিনের পরিমাণ কমতে থাকে শরীরে। হঠাৎ করেই ওজন কমতে থাকে। শরীরের বাড়বৃদ্ধিও বন্ধ হয়ে যায়। খিদে চলে যায়, কিছু খেলেই বমি হতে থাকে বাচ্চাদের।

কোলন বা রেকটামে পলিপ হলে মলদ্বারে ব্যথা, মলের সঙ্গে রক্ত বের হতে থাকে।

বমিভাব থাকবে সারাক্ষণ।

child health

অনেক্ষেত্রেই মলত্যাগের সময় পলিপগুলি ফেটে গিয়ে রক্তপাত শুরু হয়।

ঘন ঘন পেট খারাপ বা কোষ্ঠকাঠিন্য এই রোগের লক্ষণ।

মলত্যাগের সময় পেটে যন্ত্রণা হবে।

অনেকেরই রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, অ্যানিমিয়া হতে পারে।

মুখের ভেতরে কালো ছোপ পড়ে অনেকের। এই লক্ষণ দেখেও সতর্ক হতে হবে।

যদি মলের সঙ্গে কাঁচা রক্ত বের হয় (Juvenile Polyposis) তাহলে ফেলে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে।