ডায়াবেটিসের নামী ব্র্যান্ডের ওষুধ আসছে ভারতে, খুবই সস্তায় পাওয়া যাবে

গুড হেলথ ডেস্ক

আমেরিকার মার্ক কোম্পানির তৈরি এই ওষুধের চাহিদা বিরাট। এতদিন এই ওষুধের থেরাপি ছিল খরচসাপেক্ষ। এখন খুব কম দামে ভারতে আসতে চলেছে। ওষুধের নাম (Diabetes Medicine) জানুভিয়া (Januvia (sitagliptin))। টাইপ-২ ডায়াবেটিসের রোগীদের দেওয়া হয় এই ওষুধ।

প্রতি ডোজ ৮ থেকে ১৮ টাকা দামে পাওয়া যাবে ভারতের বাজারে (Diabetes Medicine)। জানুভিয়া ট্য়াবলেট রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ডায়াবেটিসের রোগীদের নির্দিষ্ট ডোজে এই ওষুধ দেওয়া হয়।

Januvia (sitagliptin)

আমাদের দেশে ডায়াবেটিসের রোগীর সংখ্যা নেহাত কম নয়। দিন দিন তা বাড়ছে। ডায়াবেটিস ধরা পড়ার পর চিকিৎসকরা ইনসুলিন-সহ নানা রকমের ওষুধ দিয়ে রোগীর রক্তে শর্করার মাত্রা কমানোর চেষ্টা করেন। কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যায় দেরি হয়ে গেছে। বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস হলে আরও বেশি সাবধান থাকতে হয়। কিছুদিন আগেই ভারতে টাইপ টু ডায়াবেটিসের জন্য ওষুধ (Diabetes Medicine) এনেছে গ্লেনমার্ক ফার্মাসিউটিক্য়ালস। এবার আনল মার্ক।

টাইপ টু ডায়াবেটিস হলে ইনসুলিন কমে যায় এবং বিটা সেল নষ্ট হয়ে যায়। এ ক্ষেত্রে যেটা হয়, ইনসুলিন কোষের মধ্যে প্রবেশের জন্য যে রিসেপ্টরটি লাগে, সেটি নষ্ট হয়ে যায়। তার ফলে টাইপ ২ ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিনের মাত্রা কমে না ঠিকই কিন্তু কোষের রিসেপ্টর নষ্ট হয়ে যাওয়ায় ইনসুলিন কাজ করতে পারে না। যার ফলে ইনসুলিন কোষের মধ্যে গ্লুকোজকে প্রবেশ করাতে পারে না। রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা ক্রমশ বেড়ে যায়। টাইপ টু ডায়াবেটিস (Diabetes), হার্টের রোগ, স্ট্রোক হলে তা ব্রেন সেলকে মারাত্মকভাবে আঘাত করতে পারে। টাইপ ২ ডায়াবেটিস (Diabetes) যাঁদের আছে তাঁদের শরীরে লাইপোপ্রোটিন ইনসুলিন রেসিস্ট্যান্স (LPIR)বেড়ে যায়। যে কারণে প্রতিরোধ শক্তি দুর্বল হয়ে পড়ে। ডায়াবেটিসের কারণে খারাপ কোলেস্টেরলের মাত্রাও বাড়ে। এই খারাপ কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরল হার্টের রোগের ঝুঁকি ৪০ শতাংশ বাড়িয়ে দেয়। এর থেকেই বাড়ে পারে ডিমেনশিয়ার ঝুঁকি।