ডায়াবেটিস রোগীদের আর ইঞ্জেকশন ফোটাতে হবে না, আসছে ইনসুলিন ট্যাবলেট

গুড হেলথ ডেস্ক

আমাদের দেশে ডায়াবেটিসের রোগীর সংখ্যা নেহাত কম নয়। দিন দিন তা বাড়ছে। ডায়াবেটিস (Diabetes) ধরা পড়ার পর চিকিৎসকরা ইনসুলিন-সহ নানা রকমের ওষুধ দিয়ে রোগীর রক্তে শর্করার মাত্রা কমানোর চেষ্টা করেন। কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যায় দেরি হয়ে গেছে। বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস হলে আরও বেশি সাবধান থাকতে হয়। তাছাড়া রক্তে শর্করার পরিমাণে লাগাম টানতে অনেককেই ইনসুলিন ইঞ্জেকশন নিতে হয় নিয়মিত। সূচ ফোটানোর জ্বালা থেকে বাঁচতে এবার খাওয়ার ট্যাবলেট আসছে বাজারে।

কানাডার ‘ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া’-র এক দল বিজ্ঞানীর দাবি, তাঁরা ইনসুলিন ট্যাবলেট বানিয়েছেন যা খেলেই রক্তে শর্করা (Diabetes) নিয়ন্ত্রণে থাকবে। বিজ্ঞানী অনুভব প্রতাপ সিংহের নেতৃত্বে এই গবেষণা চলছে। বিজ্ঞানীরা দাবি করেছেন, ইঁদুরের ওপর এই ওষুধের ট্রায়াল চলছে। দেখা গেছে, ওষুধে থাকা ইনসুলিনের ডোজ লিভারে পৌঁছচ্ছে। ইনসুলিন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখছে।

Diabetes

ডায়াবেটিসের (Diabetes) নতুন ওষুধ আনছে গ্লেনমার্কও। জিটা প্লাস পিও (Zita plus Pio) ব্র্যান্ড নামে এই ওষুধ (Diabetes Medicine) এসেছে বাজারে। এই ওষুধ কয়েকটি কম্বিনেশনে তৈরি হয়েছে, যেমন টেনেলিগ্লিপটিন (২০ মিলিগ্রাম) ও পায়োগ্লিটাজোন (১৫ মিলিগ্রাম)। ওষুধের একটাই নির্দিষ্ট ডোজ রয়েছে যা ঠিক করে দিয়েছে গ্লেনমার্ক।

আমেরিকার মার্ক কোম্পানির তৈরি ডায়াবেটিসের ওষুধও এসেছে। ওষুধের নাম (Diabetes Medicine) জানুভিয়া (Januvia (sitagliptin))। টাইপ-২ ডায়াবেটিসের রোগীদের দেওয়া হয় এই ওষুধ। প্রতি ডোজ ৮ থেকে ১৮ টাকা দামে পাওয়া যাবে ভারতের বাজারে (Diabetes Medicine)। জানুভিয়া ট্য়াবলেট রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ডায়াবেটিসের রোগীদের নির্দিষ্ট ডোজে এই ওষুধ দেওয়া হয়।