টাইপ ২ ডায়াবেটিসের নতুন ওষুধ আসছে, ওজনও নিয়ন্ত্রণে রাখবে

গুড হেলথ ডেস্ক

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখার নতুন ওষুধ আসছে। ব্রিটেনের বিজ্ঞানীরা টাইপ ২ ডায়াবেটিসের (Type 2 Diabetes) জন্য নতুন রকম ওষুধের ট্রায়াল করছেন। এই ওষুধের ডোজ দেওয়া হবে ইঞ্জেকশনেই। বিজ্ঞানীদের দাবি, রক্তে শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি ওজনও নিয়ন্ত্রণে রাখবে এই ওষুধ।

ন্যাশনাল হেলথ সার্ভিসের কেমিক্যাল প্যাথোলজিস্টরা এই ওষুধের ক্লিনিকাল ট্রায়াল করছেন। সেফটি ট্রায়ালের রিপোর্ট দেখে হবেই ওষুধ বাজারে আনা হবে। এর নাম টিরজেপাটাইড (Type 2 Diabetes)। ৫, ১০ ও ১৫ মিলিগ্রামের ডোজে এই ওষুধ দেওয়া হবে রোগীদের।

‘সেক্সটিং’-এ মত্ত শৈশব, যৌনতার হাতছানি কৈশোরেই, সন্তানকে সামলে রাখুন বাবা-মায়েরা

Type 2 Diabetes - BCDiabetes

 

 

কী কী উপসর্গ দেখলে বুঝবেন আপনি ডায়াবেটিসে আক্রান্ত

  • ঘন ঘন প্রস্রাবের অভ্যাস তৈরি হচ্ছে কি? তা হলে সাবধান হোন। রক্তে শর্করা বাড়লে তা কিডনিতে চাপ সৃষ্টি করতে থাকে, শরীর থেকে অতিরিক্ত শর্করা বার করে দেওয়ার জন্যই এই চাপ। তাই ঘন ঘন প্রস্রাব হয়। এমন হলে অবশ্যই ব্লাডসুগার পরীক্ষা করান।
  • ঘন ঘন খিদে পাওয়াও, ডায়াবেটিসের একটা লক্ষণ হতে পারে। কিন্তু টাইপ-টু ডায়াবেটিসে (Type 2 Diabetes) এই লক্ষণগুলি সব সময় নাও দেখা যেতে পারে। এই প্রকারের ডায়াবেটিস ৬০ থেকে ৭০ শতাংশ ক্ষেত্রে কোনও লক্ষণই দেখতে পাওয়া যায় না।
  • হাত-পা বা হাত-পায়ের কোনও আঙুল অবশ হয়ে পড়লে সতর্ক হোন। রক্তে শর্করা বাড়ার এটি অন্যতম লক্ষণ।
  • রক্তে শর্করা বাড়লে তা বার করার জন্য কিডনিতে চাপ দেয় বলে যেমন ঘন ঘন প্রস্রাব হয়, তেমনই অতিরিক্ত প্রস্রাবের কারণে শরীরের জল বেরিয়ে যায়। তাই জল তেষ্টাও পায় প্রবল। এমনকি, রাতে ঘুমের মধ্যেও জিভ শুকিয়ে জল তেষ্টা পায় বারবার।
  • শরীরে কোনও ঘা অনেক দিন ধরে না শুকোলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
  • রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে তার প্রভাব পড়ে দৃষ্টিশক্তির উপরও। চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা, এমনকি অনেক ক্ষেত্রে কানে কম শোনাও রক্তে শর্করা বাড়ার একটা লক্ষণ।
  • সহজেই ক্লান্ত হয়ে পড়ছেন? হাঁপিয়ে যাচ্ছেন প্রায়ই? খুব অল্পেই হাঁপিয়ে ওঠা রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির লক্ষণ। এর ফলে ডিহাইড্রেশনের শিকার হয় শরীর। ফলে দুর্বলতা বাড়ে।