একই জায়গায় বারবার ইনসুলিন নেবেন না‌, জেনে নিন ইনসুলিন নিয়ে আরও কিছু কথা

গুডহেল্থ ডেস্ক: একবার ইনসুলিন নিলে কি সারাজীবন নিতে হবে?‌ ইনসুলিন নিলে কি সুগার ফল করবেই? এমন প্রশ্ন সবার মনেই ঘুরপাক খায়। খুঁজব উত্তর এবং জানাবো ডায়াবেটিসের চিকিৎসায় ক‌খন ইনসুলিনের দরকার।

ইনসুলিন কী?‌

ইনসুলিন হল একধরনের হরমোন। যা অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহান্সের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। আমরা যে খাবার খাই না কেন, তার বেশির ভাগটাই শর্করায় পরিণত হয় এবং ইনসুলিন হরমোন ওই শর্করাকে সারা শরীরের বিভিন্ন কোষে পৌঁছে দেয়। ডায়াবেটিস মেলাইটাসে ইনসুলিন ব্যবহার করা হয়।

ইনসুলিনের ‌প্রকারভেদ?‌

ইনসুলিন সাধারণত তিন ধরনের। ১.‌ শর্ট অ্যাক্টিং বা স্বল্পমেয়াদি, ২.‌ লং অ্যাক্টিং বা দীর্ঘমেয়াদি (‌২৪–২৫ ঘণ্টা পর্যন্ত কার্যকরি)‌ এবং ৩.‌ শর্ট ও লং অ্যাক্টিংয়ের মিশ্রণ। এ ছাড়া রয়েছে অ্যানালগ ও কনভেনশনাল ইনসুলিন।

কখন ইনসুলিন জরুরি?‌

ক)‌ ডায়াবেটিসে কোনও জটিলতা দেখা দিলে ইনসুলিন দেওয়া হয়।
খ)‌ কিডনি বা লিভারের সমস্যায় অনেক ওষুধই রোগীকে দেওয়া যায় না। তখন ডায়াবেটিসের চিকিৎসায় নিরাপদ ইনসুলিন।
গ)‌ প্রেগন্যান্সিতে ডায়াবেটিস দেখা দিলে ওষুধের তুলনায় ইনসুলিন নিরাপদ।
ঘ)‌ ডায়াবেটিস রোগীর শরীরে কোনও সংক্রমণ থাকলে, তাঁর ইনসুলিন নেওয়াই ভালো।
ঙ)‌ স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ফলে ডায়াবেটিস রোগী যদি খেতে না পারেন, তখন ডায়াবেটিসের চিকিৎসায় ইনসুলিন দেওয়া হয়।

তবে সবটাই চিকিৎসকের পরামর্শ মেনে।

ইনসুলিন নেওয়ার আগে বা পরে কী কী সতর্কতা?‌

ক)‌ ইনসুলিন নেওয়ার আগে বেশি শরীরচর্চা করবেন না।
খ)‌ চিকিৎসকের পরামর্শ মতো সঠিকভাবে ইনসুলিন ব্যবহার করুন।
গ)‌ ইনসুলিন নিলে যেহেতু হাইপোগ্লাইসিমিয়ার (‌সুগার ফল)‌ সম্ভাবনা থাকে, তাই এ ব্যাপারে সতর্ক থাকা দরকার। রক্তে শর্করার পরিমাণ ৭০ মিগ্রা/‌ডেসিলিটার–এর নীচে নেমে যাওয়াই হল হাইপোগ্লাইসিমিয়া। তখন চিনি বা গ্লুকোজ খেতে বলা হয়।
ঘ)‌ একই জায়গায় বারবার ইনসুলিন নেবেন না। এতে সেখানে ফ্যাটি সেল‌ বেড়ে যেতে পারে। এই ফ্যাটি সেল ইনসুলিনকে টেনে নেয়, ফলে ইনসুলিন রক্তে মিশতে পারে না। তখন ইনসুলিন নিলেও কোনও কাজের কাজ হয় না।

কীভাবে সংরক্ষণ?‌

ঘরের তাপমাত্রায় (‌২৮ ডিগ্রি পর্যন্ত)‌ ২৮ দিন পর্যন্ত ইনসুলিন সংরক্ষণ করা হয়। খুব গরমে (‌২৮ ডিগ্রির বেশি)‌ ইনসুলিন নষ্ট হয়ে যেতে পারে।

দুটি ভুল ধারণা

১) অনেকেই ভাবেন একবার ইনসুলিন নিলে সারাজীবন নিতে হবে। এটা একেবারেই ভুল ধারণা। যেমন প্রেগন্যান্সিতে ডায়াবেটিস দেখা দিলে ইনসুলিন দেওয়া হয় এবং সন্তান প্রসবের পর ইনসুলিন বন্ধ করে দেওয়া হয়।‌ ডায়াবেটিসে জটিলতা দেখা দিলে বা দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে ইনসুলিন দেওয়া হয়। এতে সমস্যা হওয়ার কথা নয়।

২)‌ আবার অনেকেরই ধারণা ইনসুলিন নিলে সুগার ফল করবেই। শুধুমাত্র ইনুলিন নয়, ডায়াবেটিসের অনেক ওষুধেই সুগার ফল করতে পারে। তবে চিকিৎসকের পরামর্শমতো চললে সুগার ফলের সম্ভাবনা অনেকটাই কম।