
Melanoma: তিল থেকে তাল হচ্ছে না তো! ত্বকের ক্য়ানসার জানান দেবে যেসব লক্ষণ
গুড হেলথ ডেস্ক
Melanoma
কনুইয়ের কাছে ছোট্ট কালচে দাগটা দেখে এড়িয়ে গেছিলেন রুমিলা। কিছুদিন পরে আরও একটা ওইরকমই দাগ হয় কব্জির কাজে। ভেবেছিলেন তিল গজাচ্ছে, চিন্তার কারণ নেই। আরও কিছুদিনের মধ্যে এই তিলই ভরে যায় শরীরের আরও নানা জায়গায়। ফ্যাকাশে হয়ে যেতে থাকে ত্বকের রঙ। ভয় পেয়ে ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করাতেই ধরা পড়ে ক্যানসার। ততদিনে ডালপালা মেলেছে শরীরের অনেক জায়গায়। ডাক্তাররা পরীক্ষা করে জানিয়েছিলেন, ম্যালিগন্যান্ট মেলানোমা (Malignant Melanoma )। গোড়াতে এলে ট্রিটমেন্ট ভাল হত।
তিল থেকে যে তাল হতে পারে তা ঘুণাক্ষরেও বুঝতে পারি না আমরা। সব তিল খারাপ নয়। কিন্তু কিছু আছে যা ম্যালিগন্যান্ট হয়ে যেতে পারে আপনার অজান্তেই। ত্বকে থাকা মেলানোসাইট কোষ যদি ক্ষতিগ্রস্থ হতে শুরু করে এবং ত্বকে মেলানিনের তারতম্য ঘটে, তাহলে ত্বকের ক্যানসারের (Melanoma) ঝুঁকি বেড়ে যায়। অনেকের ত্বকই খুব স্পর্শকাতর। সূর্যের গনগনে রোদ বেশি ত্বকে লাগলে সেখানে জ্বালাপোড়া ব্যথা, র্যাশ হতে পারে। সূর্যের অতিবেগুনী রশ্মি ত্বক একেবারেই সহ্য করতে না পেরে তার মেলানিন রঞ্জকের ভারসাম্য বিগড়ে যেতে পারে। তখন ত্বকে এমন দাগছোপ দেখা দিতে পারে যা পরবর্তীতে ম্যালিগন্যান্ট হয়ে ভয়ানক ত্বকের ক্যানসার হানা দিতে পারে।
Robotic Kidney Transplant: বিকল কিডনি সরিয়ে নতুন বসিয়ে দিল রোবট, একদিনেই সুস্থ রোগী
ত্বকে ডালপালা মেলছে ক্যানসার (Melanoma)! কী কী লক্ষণ দেখে সতর্ক হবেন
আগে মনে করা হত শীতপ্রধান দেশের মানুষদেরই বেশি স্কিন ক্য়ানসার হয়। সাদা চামড়ায় মেলানিনের তারতম্য হয় দ্রুত। কিন্তু এখন এই ধারণা বদলেছে। চিকিৎসকদের দাবি, ভারতেও এখন ত্বকের ক্যানসার বিরল নয়। এর কারণ যেমন প্রাকৃতিক, তেমনই ত্বকের ওপর হওয়া নানা অত্যাচার। ভেষজ উপাদানের বদলে কেমিক্যাল ব্যবহারের প্রবণতা, খাদ্য়াভ্যাস, সেডেন্টারি লাইফস্টাইলে চূড়ান্ত অনিয়ম ম্যালিগন্যান্ট মেলানোমার মতো ভয়ঙ্কর অসুখ ডেকে আনছে।
কী কী লক্ষণ দেখে আগাম সতর্ক হতে হবে–
ত্বকের নানা জায়গায় কালো, বাদামি, লালচে বাদামি বা গাঢ় নীল রঙের দাগ
কোনও ক্ষত যা সহজে শুকোবে না। ক্ষত থেকে রক্তপাত হতে পারে।
ঘাড়,কান বা মুখের কোনও অংশে সাদা রঙের পিণ্ড দেখা দিলে সাবধান। সূর্যের আলো ত্বকের যে জায়গাগুলোতে বেশি পড়ে সেখানে এমন দাগ বা মাংস পিণ্ড গজিয়ে উঠতে পারে। একে বলে বেসাল সেল কার্সিনোমা (Basal cell adenoma)।
শরীরের নানা জায়গায় আচমকা তিল গজিয়ে উঠতে শুরু করলে, দেরি না করে বায়োপসি করিয়ে নিন। সব তিল ক্ষতিকর নয়, কিন্তু যদি ম্যালিগন্যান্ট (Melanoma) হতে শুরু করে তাহলে গোড়ায় ধরা পড়াই ভাল।
প্রাথমিক স্টেজ
চিনে নিন
ত্বকের যত্ন নিন, কীভাবে সাবধান হবেন

পেশার কারণে অনেককেই চড়া মেকআপ করতে হয়। তাছাড়াও আমরাও বাজারচলতি নানা ধরনের মেকআপ ব্যবহার করি যাতে বেশিমাত্রায় রাসায়নিক থাকে। ফরসা হওয়ার ক্রিম, ব্লিচ, হেয়ার কালার থেকেও রাসায়নিক ত্বকে এসে জমে। মেনানিনের ভারসাম্য বিগড়ে দিতে পারে এইসব রাসায়নিক। চড়া মেক আপ নিলে ভাল করে ত্বক পরিষ্কার করুন। মেকআপ লাগানো অবস্থায় ঘুমোবেন না। একান্তই ব্লিচ করাতে হলে তিন মাস অন্তর করান। চেষ্টা করুন বাড়িতেই ভেষজ উপাদানে ফেস মাস্ক বানিয়ে ব্যবহার করতে।
প্রতি মাসে নিজের ত্বক পরীক্ষা করুন। ছোট কোনও অসুখকে ফেলে রাখলে তাই বড় আকার নেবে। ডাক্তাররা বলছেন, একেবারে গোড়ায় ধরা পড়লে চিকিৎসার সুযোগ আছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অনেক দেরি হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, আগে ডায়গনিসিসের এত সুবিধে ছিল না। তাই বহু ক্ষেত্রে রোগ ধরাই পড়ত না। সাধারণ ঘা বা ত্বকের সংক্রমণ হিসেবে চিকিৎসা চলত। এখন আধুনিক নানা পদ্ধতিতে রোগ ধরা পড়ছে। কিন্তু সচেতনতা তেমনভাবে বাড়েনি। রোগ সারবে তখনই যখন মানুষ সচেতন হবে, নিজের শরীরের যত্ন নেবে।