পারফেক্ট আই মেকআপ করবেন কী করে? জেনে নিন টিপস

গুড হেলথ ডেস্ক

উৎসবের দিন কাটতে না কাটতেই চলে এল বিয়ের মরসুম। একটা না একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ তো রয়েছেই এই সিজনে। কিন্তু বিয়েবাড়ি যাবেন, অথচ সাজুগুজু করবেন না, এমনটা আবার হয় নাকি! তবে করোনা এখনও চলে যায়নি। মুখ থেকে মাস্ক খোলার উপায়ও নেই। তাই সাজে কিন্তু বেজায় বিপত্তি। মুখের বেশিটা তো মাস্কেই ঢেকে। তবে চোখ কিন্তু খোলাই রয়েছে (Eye Makeup)। রূপ বিশারদরা বলছেন, এখন চোখকেই সাজিয়ে তুলুন এমনভাবে, যাতে চোখেই আপনার সৌন্দর্য পূর্ণাঙ্গ প্রকাশ পায়।

চোখের সাজের হরেক সামগ্রী এখন বাজারে। কেউ কেউ এখনও কাজলেই আটকে আর কেউ কেউ শুধু চোখ সাজানোর সরঞ্জামেই ভিন্ন সাজে সেজে উঠছেন। বিয়ের অনুষ্ঠান বাড়িতে কেমন ভাবে সাজাবেন ও দুটো আঁখি? রইল স্টেপ বাই স্টেপ গাইডলাইন (Eye Makeup)।

eye makeup

আই প্রাইমার: গর্জিয়াস মেকআপে ফেসে প্রাইমার ব্যবহার যতটা গুরুত্বপূর্ণ, ততটাই প্রয়োজন আই প্রাইমার। প্রাইমার চোখের (Eye Makeup) উপরের ত্বককে মেকআপের জন্য প্রস্তুত করে। ত্বকের টেক্সচার আরও সুন্দর, কোমল করে তোলে। এতে আই মেকআপও দীর্ঘক্ষণ স্থায়ী হয়।

কনসিলার: কনসিলারের ঠিকঠাক প্রয়োগ জানলে কিন্তু চোখের অনেক খুঁত নিমেষে মেকআপে ঢাকা পড়ে যায়। চোখের কোণে কালি পড়লে বা কুঁচকে থাকলে হালকা রঙের কনসিলার দিয়ে তা স্বাভাবিক দেখানো যায়। গাঢ় কনসিলার দিয়ে চোখের অতিরিক্ত ফোলাভাব আড়াল করা যায়।

Eye makeup

আই-ব্রো: ভ্রূ ঠিক থাকলে চোখের সাজের ৮০% প্রায় সম্পূর্ণ। অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে যদি ভ্রূ ঠিক না শেপ করা থাকে, তাহলে প্রয়োজনমতো এঁকে নিন। ডিম্বাকৃতি মুখ হলে ছােট ভ্রূ-র মাঝখানটা ঘন করে আঁকুন। গােল মুখে লম্বা ভ্রূ বেশি ভাল দেখায়। চৌকো মুখে ছােট, অর্ধবৃত্তাকার ভ্রূ ভাল লাগে, আবার ত্রিকোণ মুখে ঘন সােজা ভ্রূ বেশি ভাল দেখায়। চওড়া মুখে একটু ছােট ও সােজা ভ্রূ বেশি ভাল লাগে। নাক লম্বা হলে চোখের একটু ওপরে উঠিয়ে ভ্রূ এঁকে নিন।

আই শ্যাডাে: আইশ্যাডাে দিয়ে চোখের অবস্থানগত কোনও ক্রটিও সাময়িকভাবে আড়াল করা যায়। যেমন দুটো চোখের অবস্থান যদি স্বাভাবিকের থেকে একটু বেশিই কাছাকাছি থাকে, তবে দু’চোখের দূরত্ব বেশি দেখানাের জন্য ওপরের পাতার মাঝখান থেকে বাইরের দিকের শেষপ্রান্ত পর্যন্ত ওপরের দিকে শ্যাডাে টানতে হয়। কোন সময়ে ও কী উপলক্ষে সাজছেন, সেই অনুযায়ী আই শ্যাডাে নির্বাচন করুন। দিনের বেলায় হালকা শ্যাডােই ভাল। তবে রাতের বেলায় বা পার্টিতে চোখকে বড় দেখাতে চোখের বাইরের দিক থেকে আই বােনের দিকে গাঢ় শ্যাডাে লাগান। চোখের নীচে ও কোণেও সরু করে সেই ওপরের রঙের একটা হালকা আভা দিলে দেখতে ভাল লাগে। গর্জিয়াস লুকের জন্য আই শ্যাডোর ওপর অল্প শিমার লাগিয়ে নিতে পারেন।

 Eye Makeup

আই লাইনার কাজল: আই লাইনার দিয়ে কিন্তু রীতিমতো ম্যাজিক করে দেওয়া যায়। মোটা, টানা লাইনে যেমন ভিন্টেজ লুক আনা যায়, তেমনই শার্প সরু লাইনারে আসে তীক্ষ্ণতা। স্মোকি আইও তৈরি করা যায় কাজল দিয়ে। এতে আসে মোহময়ী লুক। আপনি কোন লুকটা চান, সেই অনুযায়ী সাজিয়ে তুলুন চোখ।

মাসকারা: উল্টোনাে ঘন চোখের পাতা সবারই প্রথম পছন্দ। মাসকারা ঠিক এই পছন্দেই আস্কারা দেয়। এখন ফলস আইল্যাশও বাজারে পাওয়া যায়। কাজ প্রায় একই।