
First Aids: বাচ্চার জন্য ফার্স্ট এইড বক্সে কী কী গুছিয়ে রাখবেন, বাবা-মায়েরা জেনে নিন
গুড হেলথ ডেস্ক
First Aids
বাড়িতে ছোট বাচ্চা থাকলে চিন্তা সবসময়েই বেশি। কখনও খেলতে গিয়ে পড়ে যাচ্ছে, তো কখনও জ্বরে ভুগছে। হাত-পা ছড়ছে, বমি-পেট খারাপ লেগেই আছে। বাইরে নিয়ে গেলে তখনও সঙ্গে কিছু ওষুধপত্র রাখতেই হয়। বাচ্চার যদি ছোট থেকে কোনও অসুখ থাকে তাহলে চিন্তা আরও বেশি। তখন আরও বেশি সতর্ক থাকতে হয় বাবা-মাকে। আর সিজ়ন চেঞ্জের সময় তো বাচ্চাদের নানানটা অসুখ লেগেই থাকে।
তাই বাড়িতে ফার্স্ট এড (First Aids) কিট রাখা অত্যন্ত জরুরি। কিন্তু কী কী রাখবেন সেখানে? ব্যান্ডেট, ওষুধপত্র, থার্মোমিটার থেকে অয়েনমেন্ট, আপনার সন্তানের জন্য ফার্স্ট এইড বক্সে কী কী গুছিয়ে রাখবেন তা জেনে নিন। কয়েকটি ভাগে ভাগ করে নিন।
জ্বর-পেট খারাপের ওষুধ (First Aids)
জ্বর, পেটখারাপ, বমির মতো সাধারণ ওষুধ অবশ্যই রাখুন। বাচ্চার বয়স ও ওজন অনুযায়ী জ্বরের ওষুধের ডোজ দিতে হবে। সঙ্গে ক্রোসিন বা প্যারাসিটামল রাখুন, তবে কী ডোজে খাওয়াবেন সেটা ডাক্তারের কাছ থেকে জেনে নিন। বমির ধাত থাকলে ডাক্তারকে জিজ্ঞেস করে ওষুধ রাখুন। পেট খারাপ বা ডায়ারিয়ার ওষুধ সবসময় রাখতে হবে। বিশেষ করে বাইরে কোথাও ঘুরতে গেলে জ্বর ও পেট খারাপের ওষুধ মাস্ট।
ফার্স্ট এইড বক্সে বাচ্চার জন্য আলাদা থার্মোমিটার অবশ্যই রাখবেন।
Sinusitis: গরম থেকে বাঁচতে সারাক্ষণ এসি ঘরে? ভোগাচ্ছে সাইনাসের সমস্যা
ব্যথার ওষুধ
বাচ্চা হঠাৎ পড়ে গিয়ে ব্য়থা পেলে আর্নিকা খাইয়ে দিন। বক্সে যেন অবশ্যই থাকে। তাছাড়া মাথায় আঘাত লাগলে বা ফুলে গেলে তখন অন্য় ব্যবস্থা। বাইরে গেলে আইস প্যাক রাখার চেষ্টা করুন। বাক্সে (First Aids) ছোট টাওয়েল যেন থাকে। সঙ্গে সঙ্গে ডাক্তার না পেলে টাওয়েল ভিজিয়ে বাচ্চার মাথা, মুখ, ঘাড় মুছিয়ে দেবেন, এতে কষ্ট কমবে। আইবুপ্রোফেন বা ওই জাতীয় ওষুধ বাচ্চাকে দেবেন না।
অ্যালার্জির ওষুধ রাখুন
অনেক বাচ্চারই অ্যালার্জির ধাত থাকে। আবার বাইরের ধুলোবালি বা খাবার থেকেও অ্যালার্জি হয়ে যায় অনেক বাচ্চার। তাই অ্য়ালার্জির ওষুধ সঙ্গে রাখতেই হবে। যদি সিভিয়ার অ্য়ালার্জির ধাত থাকে, তাহলে এপিনেফ্রিন ইঞ্জেকশন রাখতে পারেন। কীভাবে দিতে হবে তা ডাক্তারের থেকে জেনে নিতে হবে। শ্বাসের সমস্যা থাকলে বা হাঁপানির ধাত থাকলে ইনহেলার অবশ্যই রাখবেন।
পেট ব্যথা হলে
একদম ছোট বাচ্চার পেট ব্যথা শুরু হলে গ্রাইপ ওয়াটার দিতে বলেন ডাক্তারবাবুরা। ফার্স্ট এইড বক্সে (First Aids) রাখতেই হবে। তাছাড়া ওআরএস, হজমের ওষুধও রাখতে পারেন। গ্লুকন-ডি পাউডার সবসময় রেখে দেবেন বাক্সে।
কেটে-ছড়ে গেলে
অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিসেপটিক লোশন বাক্সে রাখতেই হবে। কাটা জায়গা পরিষ্কার করার জন্য ফার্স্ট এড (First Aids) কিটে থাক অ্যান্টি-সেপটিক লিকুইড। তাছাড়া ছোট, বড়, গোল নানা আকারের ব্যান্ড এড রাখুন। অ্যান্টি-সেপটিক প্যাডও রেখে দিন। অনেক কাজে দেয়। তুলো, স্টেরাইল গজ, ব্যান্ডেজ, লিউকোপ্লাস্ট বা মেডিক্যাল টেপও বাক্সে রাখুন।
পা মচকে গেলে, পুড়ে গেলে
বাচ্চা খেলতে গিয়ে পা মচকে গেলে বা আচমকা হাত-পায়ের কোনও জায়গায় ছ্যাঁকা লেগে পুড়ে গেলে তার জন্য ওষুধ রাখুন। আইস প্যাক অবশ্যই রাখতে হবে বাক্সে। বার্ন রিলিফ স্প্রে রাখতে পারেন, তবে বাচ্চাকে কোনটা দেবেন তা ডাক্তারের থেকে জেনে নেবেন।
আরও কিছু টুকিটাকি যেমন কাঁচি, ছুরি, স্টেরাইল হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন।