Aloe Vera: গরমের আঁচ বাড়ছে, হাতের কাছে রাখুন অ্য়ালোভেরা, গুণ জানলে মুগ্ধ হবেন

গুড হেলথ ডেস্ক

আগেকার দিনে বট অশ্বথের মতোই বাড়ির আনাচে কানাচে অনাদরে গজিয়ে উঠত অ্যালোভেরার (Aloe Vera) গাছ। উপকারিতা অনেক। তাই কেউ কেউ হয়তো নানান কাজে অ্যালোভেরার ব্যবহার করতেন। তবে তখন এখনকার মতো সবাই রূপ সচেতন ছিল না। তাই রূপটানে অ্যালোভেরার প্রয়োগ নিয়েও এত মাথা ব্যথা ছিল না। কংক্রিটের ভিড়ে এখন যত্রতত্র অ্যালোভেরা (Aloe Vera) বেড়ে ওঠার সুযোগ নেই, কিন্তু সবাই জেনে গিয়েছেন অ্যালোভেরার জাদু। আর ঠিক সেই কারণেই নামি দামি প্রসাধন কোম্পানিগুলো চড়া মূল্যে বিকোচ্ছে অ্যালোভেরা জেল। আসলে অ্যালোভেরার জেলের এত উপকারিতা যে একে এড়িয়ে যাওয়া ভীষন মুশকিল। হাঁসফাঁস গরমের দিনগুলোতে অ্যালোভেরা সঙ্গী হলে দূরে থাকবে হাজারো ত্বকের সমস্যা।

Aloe Vera

ত্বক-চুল সব ভাল রাখবে অ্য়ালোভেরা (Aloe Vera)

ব্রণ দূর করে: গরমে আমাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে পড়ে। ত্বক নিঃসৃত তেল, ঘাম আর ময়লা জমে ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। ফলে ত্বকে গজিয়ে ওঠে ব্রণ। অ্যালোভেরা জেল ত্বক নিঃসৃত অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে। ব্রণর হাত থেকেও বাঁচায়। পুরোনো ব্রণের দাগও মেলাতে সাহায্য করে।

ময়েশ্চারাইজার: অ্যালোভেরার জেল খুব ভাল ময়েশ্চারাইজারের কাজ করতে পারে। ত্বকের বাইরের আবরণের ওপর রক্ষাকারী আবরণ তৈরি করে ত্বককে নরম ও কোমল রাখা ময়েশ্চারাইজারের কাজ। অ্যালোভেরা এই কাজটি খুব ভালভাবেই করে।

ত্বকে সংক্রমন হতে দেয় না: প্যাঁচপ্যাঁচে গরমে ঘামের সমস্যা প্রায় সকলের হয়। ভিজে ঘাম আর এই উষ্ণতা ত্বকে কয়েক প্রকার ব্যাকটেরিয়া ও ছত্রাকের বেড়ে ওঠার জন্য অনুকূল। এগুলোর কারণে গরমে ত্বকে সংক্রমনের সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায়। অ্যালোভেরার কুলিং প্রপার্টি এসব সংক্রমণ থেকে ত্বককে প্রতিরোধ করতে পারে। তা ছাড়া অ্যালোভেরার স্যালিসাইলিক অ্যাসিড অ্যান্টিব্যাক্টেরিয়াল প্রপার্টিসে ভরপুর থাকায় ব্যাকটেরিয়ার সঙ্গে লড়ে ত্বকের ওপর কুপ্রভাব পড়তে দেয় না।

Aloe Vera

হাইড্রেটেড রাখে: অ্যালোভেরা ব্যবহারে ত্বক পুষ্টি পায়। এর জলীয় অংশ ত্বককে হাইড্রেটেড রাখে। ফলে ত্বক অনেক বেশি প্রাণোচ্ছল দেখায়।

আরও পড়ুন: Zydus Cadila Anemia: কিডনির অসুখে ভোগা রোগীদের রক্তাল্পতা সারাতে ওরাল থেরাপি আনছে জাইদাস ক্যাডিলা

ত্বক পরিষ্কার করে: গরমে অতিরিক্ত সাবান ব্যবহার করার চেয়ে অ্যালোভেরা ব্যবহার করা বেশি নিরাপদ। কারণ সাবান ত্বকের আর্দ্রতা কেড়ে ত্বককে নিষ্প্রাণ করে দিতে পারে। কিন্তু অ্যালোভেরার মধ্যে থাকা ক্লিনজিং প্রপার্টি ত্বককে পরিষ্কার করে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

Aloe Vera

বলিরেখা পড়তে দেয় না: বয়সের ছাপ যাতে বয়সের আগেই আমাদের ওপর না পড়ে, তার জন্য সাহায্য করতে পারে অ্যালোভেরা। অ্যালোভেরার অ্যান্টিঅক্সিডেন্ট, বিটা ক্যারোটিন ও ভিটামিন ই ত্বকের বলিরেখা দূর করে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ও নমনীয়তা ফিরিয়ে আনতে পারে।

সান ট্যান দূর করে: গরমে ত্বকের সবচেয়ে বড় সমস্যা ট্যান পড়ে যাওয়া। শরীরের খোলা অংশ প্রখর রোদে পুড়ে কালো হয়ে গেলে দেখতেও খুব খারাপ লাগে। সান বার্ন বা ট্যানিংয়ের সমস্যায় দারুন কাজে আসে অ্যালোভেরার জেল। সূর্যের আল্ট্রাভায়োলেট ও গামা রশ্মি থেকেও ত্বককে সুরক্ষা দেয় অ্যালোভেরা।