
Bone Regeneration Technology: ক্ষয়ে যাওয়া হাড় নতুন করে গজাবে, ওষুধ বানিয়ে চমকে দিলেন আইআইটি-র অধ্যাপক
গুড হেলথ ডেস্ক
বয়স বাড়লে রঙ করে সাদা চুল ঢাকা যায়, কিন্তু ঘুণ ধরা হাড় মেরামত করা অত সহজ নয় (Bone Regeneration Technology)। হাড়ের ক্ষয় রুখতে গেলে যে চিকিৎসা দরকার তার খরচ অনেক, সময়সাপেক্ষও। তাছাড়া ক্ষয়ে যাওয়ার হাড়ের জায়গায় নতুন হাড় গজানোও সম্ভব নয়। তবে এই অসম্ভবকেই সম্ভব করেছে আইআইটি কানপুরের অধ্যাপক তথা গবেষক ডক্টর অশোক কুমার। তিনি এমন ওষুধ বানিয়েছেন যা ক্ষয়ে যাওয়া হাড়কেও পুনরুজ্জীবিত করতে পারে। যেখানে হাড় পলকা হয়ে ভঙ্গুর হয়ে গেছে, সে জায়গায় নতুন করে হাড় গজানোও সম্ভব তাঁর ওষুধে (Bone Regeneration Technology)।
বয়স বাড়লে বিভিন্ন কারণে হাড়ের ক্যালসিয়াম সহ অন্যান্য উপাদান কমে গেলে হাড় পলকা হয়ে যায়, ফলে সামান্য চোট আঘাতে ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। ডাক্তারি পরিভাষায় একে বলে অস্টিওপোরোসিস। বেশি বয়সে হাড়ের ক্যালসিয়াম কমে গিয়ে হাড়ে ঘুণ ধরার মত পলকা হয়ে যাবার সমস্যা নারী পুরুষ নির্বিশেষে সকলেরই হতে পারে। আসলে শরীরের অন্যান্য কোষের মত হাড়ের কোষ কলাতেও নাগাড়ে ওয়্যার অ্যান্ড টিয়ার হয়। যাঁদের রিউমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য কোনও ইনফ্ল্যামেটরি অসুখের কারণে নিয়ম করে কর্টিকোস্টেরয়েড খেতে হয় তাঁদের হাড় ভঙ্গুর হয়ে যাবার ঝুঁকি অনেক বেশি। হাড়ের ক্ষয় ঠেকাতে কিছু ওষুধ ও ভিটামিন-ক্যালসিয়াম সমৃদ্ধ ডায়েটের ওপর জোর দিতে বলতেন ডাক্তারবাবুরা। তবে আইআইটি-র বায়োসায়েন্স ও বায়োইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক যা আবিষ্কার করেছেন তা চমৎকার ঘটাবে বলেই দাবি করা হয়েছে।
West Bengal Caesarean deliveries: বাংলায় নর্মালের থেকে সিজার বেশি, নয়া নিয়ম বাঁধল রাজ্য
কী তৈরি করেছেন অধ্যাপক? ডক্টর অশোক কুমার সেরামিকের এমন এক মিশ্রণ তৈরি করেছেন যাতে বায়োঅ্যাকটিভ উপাদান আছে। ভঙ্গুর বা ক্ষয়ে যাওয়া হাড়ের জায়গায় এই মিশ্রণ প্রয়োগ করলে তার বায়োঅ্যাকটিভ উপাদান ক্ষয় থামিয়ে সেই জায়গায় নতুন হাড় বা হাড়ের মতো গঠন তৈরি করবে বলেই জানিয়েছেন তিনি।
ব্যাপারটা অনেকটা সিমেন্ট দিয়ে গাঁথুনির মতো। অধ্যাপক জানাচ্ছেন, যে জায়গায় হাড়ের ক্রমাগত ক্ষয় হয়ে যাচ্ছে সেখানে এই মিশ্রণ দিতে হবে। এর মাইক্রো পোরাস জেল ১৫ মিনিটের মধ্যে শক্ত হয়ে সে জায়গায় একটা আস্তরণ তুলে দেবে। ভেঙে যাওয়া অংশ জুড়ে দেওয়ার মতো। তারপর সেখানে ধীরে ধীরে হাড়ের পুনর্গঠন হবে।
এই ওষুধ শরীরের স্বাভাবিক রক্ত প্রবাহকে বাধা দেবে না বলেই দাবি গবেষকের। তিনি জানিয়েছেন, শরীরের অন্যান্য অঙ্গের কাজকর্মে বাধা দেবে না এই মিশ্রণ। কোনও জটিল পার্শ্বপ্রতিক্রিয়াও হবে না।
সাধারণত টিবি বা ক্যানসারের রোগীর হাড়ের ক্ষয় হলে বা হাড় ভেঙে গেলে সে জায়গায় সবসময় মেরামতি করা সম্ভব হয় না। ফলে সেই অঙ্গ কেটে বাদ দিতে বাধ্য হন ডাক্তাররা। নতুন ওষুধ ভাল কাজ করলে আর অঙ্গ বাদ দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে না বলেই দাবি চিকিৎসকদের।