Cancer: এই ওষুধ খেলেই উধাও হচ্ছে ক্যানসার! রোগীদের পরীক্ষা করতে গিয়ে অবাক ডাক্তারেরা

গুড হেলথ ডেস্ক

ছ’মাস ধরে এই ওষুধের পরীক্ষা করে চমকে গেলেন ডাক্তারবাবুরা। যেসব রোগীদের এই ওষুধের ডোজ দেওয়া হয়েছিল তাদের সকলেরই ক্যানসার (Cancer) উধাও হয়েছে। এমনটাই দাবি নতুন গবেষণায়। নিউইয়র্ক টাইমস এই রিপোর্টটি প্রথম সামনে আনে। সেখানে বলা হয়েছে, নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টারে রোগীদের ওপর এই ওষুধের পরীক্ষা করে আশ্চর্য রিপোর্ট পাওয়া গেছে।

১৮ জন রোগীর ওপর পরীক্ষা করা হয়। সকলের শরীরেই ম্যালিগন্যান্ট টিউমার ছিল। ওষুধের থেরাপির পরে সকলেরই নাকি ক্যানসার গায়েব হয়েছে।

এই ওষুধের নাম ডস্টারলিমাব। একধরনের মনোক্লোনাল অ্য়ান্টিবডি যা টিউমার কোষগুলিকে নষ্ট করতে পারে। আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নে ২০২১ সাল থেকে এই ওষুধ ব্য়বহারের অনুমোদন দেওয়া হয়েছে। এখন ক্যানসার রোগীদের শরীরে এই ওষুধের ট্রায়াল চলছে।

Jemperli (dostarlimab-gxly)

বিজ্ঞানীরা বলছেন, কেমোথেরাপি, রেডিয়েশন ও ইভ্যাসিভ সার্জারি করিয়েও ক্যানসার নির্মূল হয়নি। বরং যাদের এইসব তেরাপির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের বেশিরভাগেরই ডায়াবেটিস, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম, মূত্রনালীর সংক্রমণ ও ইরেকটাইল ডিসফাংশনের মতো মারাত্মক সব সাইড এফেক্টস দেখা গেছে। কিন্তু ডস্টারলিমাবের থেরাপিতে কোনও রকম অ্যাডভার্স সাইড এফেক্টস দেখা যায়নি।

ক্যানসার সারাতে নতুন নতুন থেরাপি আসছে। ইমিউনোথেরাপি বর্তমান সময়ে খুব আশা জাগিয়েছে। এখন যদি মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়েই ক্যানসার সারানো যায় তাহলে চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে তা মাইলফলক হয়ে থাকবে।