
Cerebral Aneurysm: ব্রেন অ্যানুরিজমে ভুগছেন চিনা প্রেসিডেন্ট, কী এই অসুখ?
মস্তিষ্কের ভয়ঙ্কর রোগে ভুগছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই রোগকে বলে সেরিব্রাল অ্যানুরিজম (Cerebral Aneurysm) বা ব্রেন অ্য়ানুরিজম। ব্রেনের ভেতরে কোষ-কলাগুলো ক্ষতিগ্রস্থ হয় এই রোগে। রক্তনালী ফুলেফেঁপে উঠে বেলুনের মতো হয়ে যায়। মস্তিষ্কে রক্তক্ষরণও শুরু হতে পারে যার কারণে স্ট্রোক হতে পারে রোগীর।
কী এই সেরিব্রাল অ্যানুরিজম (Cerebral Aneurysm)?
ব্রেনের ভেতরে রক্তবাহী নালী আচমকাই ফুলে উঠতে শুরু করে। ছোটখাটো বেলুনের মতো ফুলে যায় (Cerebral Aneurysm)। রক্তনালী থেকে ১০ মিলিমিটারের মতো ফোলা থলির মতো অংশ ঝুলতে শুরু করে। এই বেলুন বা থলির মতো অংশগুলো যে কোনও সময় ফেটে যেতে পারে। চিকিৎসকেরা বলেন, ওই বেলুনগুলো যদি ফেটে যায় তাহলে মস্তিষ্কের ভেতরে রক্তক্ষরণ হয়ে হেমোরেজিক স্ট্রোক হবে রোগীর। আবার অনেক সময় সেগুলো না ফেটে লিক করতে থাকে। তখন মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, চোখে ব্যথার মতো উপসর্গ দেখা দেবে।
ব্রেন অ্যানুরিজম দু’রকমের হয়–রাপচারড এবং লিকিং।
রাপচারড অ্যানুরিজম (Ruptured aneurysm) হলে রক্তনালীর ফোলা বেলুনগুলো ফেটে যাবে। তখন রোগীর অবস্থা সঙ্কটজনক হতে পারে। স্ট্রোক হতে পারে রোগীর। কোমায় চলে যেতে পারে। লক্ষণ আরও দেখা দেবে–অসহ্য মাথা ব্যথা, মাথা ঘোরা-বমি, ঘাড় শক্ত হয়ে যেতে পারে রোগীর।
চোখে ব্যথা, চোখের দৃষ্টি ঝাপসা হতে পারে, ডবল ভিশন হতে পারে রোগীর। চোখে আলো পড়লে কষ্ট হবে।
রোগী অজ্ঞান হয়ে যেতে পারে, ভুল বকা, ভুল বোঝার মতো উপসর্গ দেখা দিতে পারে।
লিকিং অ্যানুরিজম (‘Leaking’ aneurysm) হলে রোগীর অসহস্য মাথা ব্যথা শুরু হবে। দৃষ্টি ঝাপসা, মাথা ঘোরা, বারে বারে ব্ল্যাক আউট হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেবে।
রিস্ক ফ্যাক্টর কী কী?
মাত্রাতিরিক্ত সিগারেট ও মদের নেশা।
নানা ধরনের ড্রাগের নেশা থাকলে তার থেকে হতে পারে।
মস্তিষ্কে কোনও চোট বা আঘাত থাকলে অথবা সার্জারি হলে তার থেকেও অ্যানুরিজম হতে পারে।
সংক্রমণজনিত রোগ থেকে হতে পারে।