Diabetes: ক্যানসার রোগীদের শরীরে চুপিসাড়ে বাসা বাঁধে ডায়াবেটিস? দাবি নতুন গবেষণায়

গুড হেলথ ডেস্ক

ক্যানসারের রোগীদের কি ডায়াবেটিস (Diabetes) হওয়ার সম্ভাবনা থাকে? এমনটাই দাবি করা হয়েছে নতুন গবেষণায়। কোপেনহেগেন ইউনিভার্সিটির গবেষকরা দাবি করেছেন, ক্যানসার রোগীদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি। ‘ডায়াবেটিস কেয়ার’ জার্নালে এই গবেষণার খবর ছাপা হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, ২০১৯ সালের একটি সমীক্ষায় ৪৫ হাজার ক্যানসার রোগীদের পরীক্ষা করে পর্যবেক্ষণে রাখা হয়। সেখানেই দেখা যায় বেশিরভাগ ক্যানসার রোগীদেরই শরীরে পরবর্তীকালে ডায়াবেটিস ধরা পড়েছে।

diabetes

সারা বিশ্বে ডায়াবেটিসের (Diabetes) সমস্যা যে ভাবে বেড়ে চলেছে তাতে ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার বলে ব্যখ্যা করেন চিকিৎসকরা। সমীক্ষা বলছে, প্রতি বছর বিশ্বে ১৫ লক্ষ মানুষের মৃত্যু হয় ডায়াবেটিসে। । মূলত ডায়াবেটিসের কারণে হার্টের সমস্যা, স্ট্রোক, কিনডির সমস্যা, লিভারের সমস্যা, ইনফেকশন, লিভার ক্যানসার, প্যানক্রিয়াস ক্যানসার ও ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

কয়েক ধরনের ক্যানসার রোগীদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুব বেশি। কোলোরেক্টাল ক্যানসারের রোগীদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে। মেনোপজের পরে ব্রেস্ট ক্যানসারের রোগীদের রক্তে শর্করা বাড়ার ঝুঁকি থাকে।

Silent Stroke: হঠাৎ করেই স্ট্রোক? কীভাবে বুঝবেন, রোগীকে বাঁচাবেন কী করে

Cancer and Diabetes

কোনও ডায়াবেটিক  যদি ওবেসিটির সমস্যাতেও ভোগেন তাহলে তা আরও ক্ষতিকারক। ক্যানসার, ডায়াবেটিসের সঙ্গে ওবেসিটি মারাত্মক হতে পারে। মধুমেহ  আক্রান্ত রোগীদের শরীরে ইনফ্লামেশন এর দরুণ ফ্রি-র‍্যাডিকালসের মাত্রা অন্যদের থেকে বেশি থাকে। গবেষণা বলছে, এই ফ্রি-র‍্যাডিকালস শরীরে বিভিন্ন কোষে ক্যানসার ছড়িয়ে পড়ার প্রবণতা বাড়িয়ে দেয়স, যা কার্যত মারাত্মক !

ডায়াবেটিসের জন্য আমাদের শরীরে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে, ইনসুলিন বা ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর মেনোপজের পরে ফ্যাট থেকে যে ইস্ট্রোজেন তৈরি হয় তার মাত্রা বাড়িয়ে দেয়, এর থেকেও ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি বাড়ে।