
দেশে প্রথম ডেঙ্গি ভ্যাকসিন আসছে, মানুষের শরীরে ট্রায়াল শুরু হবে খুব তাড়াতাড়ি
গুড হেলথ ডেস্ক
ডেঙ্গি (Dengue) নিয়ে চিন্তা বাড়ছে। এ রাজ্য়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ডেঙ্গিতে মৃত্যুও বাড়ছে। এমন পরিস্থিতিতে স্বস্তির খবর শোনালেন গবেষকরা। ডেঙ্গি রোধ করার জন্য ভ্যাকসিন চলে আসবে খুব তাড়াতাড়ি। পশুদের শরীরে এই টিকার ট্রায়াল সফল হয়েছে বলে দাবি করেছেন গবেষকরা। এবার মানুষের শরীরে টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে।
আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সহযোগিতায় এই টিকা তৈরি করা হয়েছে। ভারতে এই টিকার ট্রায়াল করার অনুমতি পেয়েছে ইন্ডিয়ান ইমিউনোলজিক্যালস লিমিটেড (আইআইএল)। কলকাতায় ডেঙ্গি (Dengue) টিকার পরীক্ষামূলক প্রয়োগ করবে নাইসেড। প্যানাসিয়া বায়োটেক লিমিটেড এবং সানোফি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামক দু’টি সংস্থাও ডেঙ্গির টিকার ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি পেয়েছে৷ যার মধ্যে প্যানাসিয়া বায়োটেক লিমিটেড প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষ করেছে। সানোফি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের টিকা আমেরিকায় অনুমোদনও পেয়ে গেছে।
জানা গেছে, দেশের দুই সংস্থার সঙ্গে টিকার ট্রায়ালে যোগ দেবে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চও (আইসিএমআর)। কলকাতাতেও এই ভ্যাকসিনের ট্রায়াল হবে। যার ব্যবস্থা করবে নাইসেড কর্তৃপক্ষ। মোট ৫০০ জন স্বেচ্ছাসেবকের মধ্যে ২৫০ জনকে দেওয়া হবে ভ্যাকসিন। দুটি দলে ভাগ করে টিকার ট্রায়াল হবে। একদলকে দেওয়া হবে টিকার ডোজ, অন্য়দলকে প্ল্যাসেবো। এরপের রক্তে কতটা অ্য়ান্টিবডি তৈরি হচ্ছে তার পরীক্ষা হবে। নাইসেড জানাচ্ছে, পরীক্ষা সফল হলে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন চলে আসবে বাজারে।