Hepatitis in Children: ইউরোপে শিশুদের মধ্যে হঠাৎ হেপাটাইটিসের সংক্রমণ বাড়ছে, লিভারের রোগের প্রকোপ নিয়ে উদ্বিগ্ন হু

গুড হেলথ ডেস্ক

লিভারের অসুখ ক্রমেই চিন্তার কারণ হয়ে উঠছে। বিশ্বজুড়েই থাবা বসিয়েছে হেপাটাইটিস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র সমীক্ষা বলছে, ইউরোপজুড়ে ১৬৯ জন শিশু হেপাটাইটিসে (Hepatitis in Children) আক্রান্ত। যার মধ্য়ে ব্রিটেনে এই সংখ্যা সবচেয়ে বেশি। আশ্চর্যের ব্যাপার হল এক মাস বয়সের শিশু থেকে ১৬ বছর অবধি কমবয়সীরাই বেশি আক্রান্ত হচ্ছে হেপাটাইটিসে। উদ্বেগের আরও কারণ রয়েছে। লিভারের রোগ এমন পর্যায়ে চলে যাচ্ছে যে লিভার প্রতিস্থাপন করারও দরকার পড়ছে। ইতিমধ্যেই ১৭ জন বাচ্চার লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়েছে।

হু-র সমীক্ষা ভয় ধরিয়ে দেওয়ার মতোই। ইউরোপের ১১টি দেশে শতাধিক বাচ্চা হেপাটাইটিস নিয়ে হাসপাতালে ভর্তি। ব্রিটেনে ১১ মাস বয়স থেকে পাঁচ বছর অবধি শিশুদের লিভারের অসুখ বেশি হচ্ছে। ২১ এপ্রিল অবধি প্রায় ১১৪টি কেস সামনে এসেছে। স্পেনে ১৩ জন, ইজরায়েলে ১২ জন, ডেনমার্কে ৯ জন, নরওয়ে, ফ্রান্স থেকে রোমানিয়া, বেলজিয়ামেও হেপাটাইটিসে আক্রান্ত হচ্ছে বাচ্চারা। আমেরিকায় আক্রান্ত ৯ জন।

Hepatitis cases Children

অ্য়াকিউট হেপাটাইটিস (Hepatitis in Children) ছড়াচ্ছে বাচ্চাদের মধ্য়ে

যকৃত বা লিভারের প্রদাহজনিত অসুখ। মূলত লিভারে ভাইরাসের সংক্রমণের ফলেই এই রোগ হয়। পাঁচ ধরনের ভাইরাস হেপাটাইটিস রোগটি ডেকে আনে। হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই, এই পাঁচটি ভাইরাসের মধ্যে হেপাটাইটিস বি, সি এবং ডি এই তিন ভাইরাস সবথেকে মারাত্মক। এরা এক বার শরীরে প্রবেশ করলে সেখানেই ঘাপটি মেরে বসে থাকে এবং ধীরে ধীরে ডালপালা মেলে লিভারের বারোটা বাজিয়ে দেয়। ডাক্তারি ভাষায় একে বলে ক্রনিক হেপাটাইটিস।  এই অসুখ ক্রনিক হয়ে গেলে লিভার পুরোপুরি খারাপের দিকে চলে যায়। এর চরম পরিণতি সিরোসিস অফ লিভার এবং লিভার ক্যানসার। ক্রনিক হেপাটাইটিসের ক্ষেত্রে হেপাটোসেলুলার কার্সিনোমা (যকৃত ক্যানসার) হওয়ার আশঙ্কা থাকে।  অবশ্য অ্যাকিউট হেপাটাইটিসেও রোগী জটিল অবস্থায় পৌঁছে গিয়ে তার থেকে হেপাটিক কোমা এমনকী জীবনহানির আশঙ্কাও থাকে। বাচ্চাদের হেপাটাইটিস হলে জন্ডিসের উপসর্গও ধরা পড়ে।

Hepatitis in Kids

তাই জন্ডিস বা হেপাটাইটিসের (Hepatitis in Children) কোনও রকম উপসর্গ দেখা গেলেই যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার।

কীভাবে সতর্ক থাকবেন?

বাচ্চাদের বাইরের খাবার খাওয়াবেন না।

ছোট বাচ্চাদের জল ফুটিয়ে খাওয়ানোর চেষ্টা করুন। একবার জন্ডিস হয়ে গেলে আরও বেশি সতর্ক থাকতে হবে। ঝালমশলাদার খাবার একেবারেই চলবে না। হাল্কা বাড়ির খাবার খাওয়ান। পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করুন।

 hepatitis

স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড একেবারেই চলবে না।

বাচ্চাকে দিনে ছোট ছোট ৬টা মিল দিন। খিদে পেলে চিপস বা আইসক্রিম হাতে ধরিয়ে দেবেন না। বাড়িতে রান্না করা হাল্কা খাবার দিন। খুচরো খিদে মেটাতে সবজি দেওয়া স্যুপ খাওয়ান (Hepatitis in Children)।

Bird Flu: মানুষের শরীরেও ঢুকেছে বার্ড ফ্লু ভাইরাসের সংক্রামক প্রজাতি, H3N8 কতটা বিপজ্জনক?

Hepatitis B vaccination

ভুলেও রাস্তার কাটা ফল বা ফ্রুট স্যালাড খাবেন না। বাড়িতেই জুশ বানিয়ে নিন, রাস্তায় তৈরি ফলের রস এই সময় এড়িয়ে চলাই ভাল। স্ট্রিট ফুড খাওয়া বন্ধ করুন।

হেপাটাইটিস বি-এর টিকা নিয়ে রাখলে ভয় থাকে না। এক্ষেত্রে প্রথমে তিনটি ডোজ এক মাস অন্তর নিতে হয়। চতুর্থ টিকা নিতে হয় প্রথম ডোজের ঠিক এক বছর পরে। পাঁচ বছর পরে নিতে হয় বুস্টার ডোজ। এতে হেপাটাইটিস বি ভাইরাসের বিপক্ষে প্রতিরোধ গড়ে ওঠে শরীরে। টিকা নেওয়া না থাকলে যে কোনও বয়সে এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।