Hepatitis: ব্রাজিলে বাচ্চাদের মধ্য়ে হঠাৎ হেপাটাইটিসের সংক্রমণ, লিভারের রোগে আক্রান্ত ৫৮

গুড হেলথ ডেস্ক

ব্রাজিলে বাচ্চাদের মধ্য়ে হেপাটাইটিস (Hepatitis) ঝড়ের গতিতে ছড়াচ্ছে। দু’দিন আগেই সংখ্যাটা ছিল ২৮, আর আজ বেড়ে হয়েছে ৫৮। বাচ্চাদের মধ্যে এত দ্রুত লিভারের অসুখ ছড়াচ্ছে যে চিন্তায় পড়ে গেছে সে দেশের স্বাস্থ্যমন্ত্রক। এক বছর থেকে সাত বছরের বাচ্চাদের মধ্যে সংক্রমণ বেশি। অনেকেই ভর্তি হাসপাতালে। দেশের ১১টি রাজ্যে হাই অ্য়ালার্ট জারি হয়েছে।

সাও পাওলো, রিও দি জেনিরো, এসপিরিতো সান্তোতে সংক্রমণের হার বেশি। প্রতিদিনই সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। জন্ডিসের উপসর্গও দেখা দিয়েছে অনেক শিশুর।

হেপাটাইটিস (Hepatitis) থেকে সাবধান

যকৃত বা লিভারের প্রদাহজনিত অসুখ। মূলত লিভারে ভাইরাসের সংক্রমণের ফলেই এই রোগ হয় (Hepatitis)। পাঁচ ধরনের ভাইরাস হেপাটাইটিস রোগটি ডেকে আনে। হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই, এই পাঁচটি ভাইরাসের মধ্যে হেপাটাইটিস বি, সি এবং ডি এই তিন ভাইরাস সবথেকে মারাত্মক। এরা এক বার শরীরে প্রবেশ করলে সেখানেই ঘাপটি মেরে বসে থাকে এবং ধীরে ধীরে ডালপালা মেলে লিভারের বারোটা বাজিয়ে দেয়। ডাক্তারি ভাষায় একে বলে ক্রনিক হেপাটাইটিস।  এই অসুখ ক্রনিক হয়ে গেলে লিভার পুরোপুরি খারাপের দিকে চলে যায়। এর চরম পরিণতি সিরোসিস অফ লিভার এবং লিভার ক্যানসার। ক্রনিক হেপাটাইটিসের ক্ষেত্রে হেপাটোসেলুলার কার্সিনোমা (যকৃত ক্যানসার) হওয়ার আশঙ্কা থাকে।

বিভিন্ন ধরনের ভাইরাল হেপাটাইটিসের (Hepatitis) মধ্যে সবচেয়ে বিপজ্জনক হল হেপাটাইটিস বি এবং সি। কারণ এই দু’ধরনের ভাইরাস থেকে সমস্যা হলে তা চরম পর্যায়ে পৌঁছতে পারে। সংক্রমণের পরে রোগের লক্ষণ প্রকাশ পেতে সময় লাগতে পারে ৩০ থেকে ১৮০ দিন পর্যন্ত। প্রথমে ঠান্ডায় কাঁপুনি, খিদে না পাওয়া, ক্লান্তি, জ্বরজ্বর ভাব, শরীরে ব্যথা এই উপসর্গগুলো দেখা দিতে পারে। রোগ বাড়লে জন্ডিস, চোখ হলুদ হয়ে যাওয়া, তীব্র জ্বর, অস্থিসন্ধিতে যন্ত্রণা, পেট ব্যথা, গায়ের রং ফ্যাকাশে হওয়ার মতো লক্ষণ দেখা দেয়।

Hair Fall: গোছা গোছা চুল পড়ছে? সমাধান আছে আপনার হেঁশেলেই

Brazil monitors 46 cases

বাচ্চাদের আগলে রাখুন

হেপাটাইটিস বি (Hepatitis) ধরা পড়লে সঙ্গে সঙ্গে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা শুরু করা প্রয়োজন। অ্যাকিউট হেপাটাইটিসের ক্ষেত্রে কিছু ওষুধ এবং ইঞ্জেকশনের মাধ্যমে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা যায় বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তবে নিয়মিত রক্ত পরীক্ষা করে দেখতে হবে হেপাটাইটিস বি নেগেটিভ হয়েছে কি না।

ছোট বাচ্চাদের জল ফুটিয়ে খাওয়ানোর চেষ্টা করুন। একবার জন্ডিস হয়ে গেলে আরও বেশি সতর্ক থাকতে হবে। ঝালমশলাদার খাবার একেবারেই চলবে না। হাল্কা বাড়ির খাবার খাওয়ান। পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করুন।