মাঙ্কিপক্স কি মহামারী হতে চলেছে? আবারও লকডাউন হতে পারে?

গুড হেলথ ডেস্ক

মাঙ্কিপক্স (Monkeypox) কি করোনা মহামারীর মতোই ভয়ানক হয়ে উঠবে? ফের কি গোটা বিশ্ব থমকে যাবে, আবারও কি লকডাউনের পথে হাঁটতে হবে? এখনও পরিস্থিতি সেই পর্যায়ে না পৌঁছলেও, এমনটা ঘটা অসম্ভব কিছু নয়। এখনই বিশ্বের ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স ভাইরাস। সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত। ভারতেও ঢুকে পড়েছে মাঙ্কিপক্সের সংক্রমণ। আক্রান্তের সংখ্যা কম করেও ৫ জন।

ইতিমধ্যেই ইউরোপে জার্মানি, ইংল্যান্ডা, ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তাগাল, সুইডেনে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্সের (Monkeypox) সংক্রমণ। তবে বেলজিয়ামের অবস্থা তুলনামূলকভাবে খারাপ। অন্য মহাদেশের মধ্যে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়াতেও ছড়িয়ে পড়েছে এই রোগের জীবাণু। ভারতও রয়েছে সেই তালিকায়। মাঙ্কিপক্সের সংক্রমণ ঠেকাতে ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন জারি করেছে। তাহলে কি ভবিষ্যতে অন্য দেশগুলিতেও মাঙ্কিপক্স ঠেকাতে কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নেওয়া হবে? আবার কি লকডাউন হতে পারে পৃথিবী জুড়ে? এমন কোনও আশঙ্কার কথা এখনই কেউ বলছেন না। তার সবচেয়ে বড় কারণ মাঙ্কিপক্সে মৃত্যুর হার এখনও কম। তবে সংক্রমণের বাড়াবাড়ি ঠেকাতে কোয়ারেনন্টাইনের নিয়ম চালু হতে পারে অন্য দেশগুলিতেও।

 monkeypox

বিজ্ঞানীরা বলছেন, মৃত প্রাণীর মাংস, মলমূত্র থেকে ছড়ায় ভাইরাস (Monkeypox)। আফ্রিকার রডেন্ট বা ইঁদুর জাতীয় প্রাণীই এই ভাইরাসের বাহক। ১৯৫৮ সালে আফ্রিকার এক প্রজাতির বাঁদরের মধ্য়ে এই ভাইরাস পাওয়া গিয়েছিল, তখনও মানুষের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ঘটেনি। ১৯৭০ সালে কঙ্গো প্রজাতন্ত্র ও নাইজেরিয়াতে এই ভাইরাস প্রথম খুঁজে পাওয়া যায় মানুষের শরীরে। সেই সময় রডেন্ট জাতীয় প্রাণীর মাংস থেকেই ছড়িয়েছিল সংক্রমণ। এখন বিশ্বের ৬০টিরও বেশি দেশে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। সংক্রমিত ৬ হাজারেরও বেশি।

Monkeypox outbreak

বীর্যের মাধ্যমেও ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে। বাইসেক্সুয়াল, সমকামীদের মধ্যে সংক্রমণ বেশি ছড়িয়েছে। গবেষকরা বলছেন, সংক্রিত ব্যক্তির আলিঙ্গন, চুম্বন, স্পর্শ, গোপনাঙ্গে স্পর্শ, ওরাল সেক্স থেকে ভয়ঙ্করভাবে ছড়াতে পারে সংক্রমণ। আক্রান্ত ব্যক্তির জামা কাপড় বা তোয়ালে, বিছানা, বালিশ ব্যবহার করলেও রোগ ছড়িয়ে পড়তে পারে ৷ বিশেষজ্ঞ বলছেন, অনিয়ন্ত্রিত যৌনজীবন, একাধিক যৌনসঙ্গী থাকলে এবং অসুরক্ষিত যৌনজীবনে অভ্যস্ত হলে রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। 

সঙ্গমের সময় বীর্যের মাধ্যমে বা ভ্যাজাইনাল ফ্লুইডের মাধ্যমে ভাইরাস ড্রপলেট দ্রুত ছড়াতে পারে। তাছাড়া একজন সংক্রমিত হলে তার চুম্বন, যে কোনও ধরনের স্পর্শ থেকে রোগ ছড়াতে পারে। আক্রান্তের সঙ্গে দিনের পর দিন সহবাস করলে রোগের বীজ এক শরীর থেকে অন্য শরীরে ঢুকে যেতে পারে অনায়াসে। সেক্ষেত্রে কন্ডোম কার্যকরী নাও হতে পারে।

মাঙ্কিপক্সের সংক্রমণ হলে  লসিকা গ্রন্থি ফুলে যাবে। সারা গায়ে চাকা চাকা র‍্যাশ বের হবে। সেই সঙ্গেই কাঁপুনি দিয়ে জ্বর আসবে। এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড ২-৩ দিন। সংক্রমণ ছড়ানোর তিন দিনের মাথায় ধূম জ্বর আসবে রোগীর। মানুষের শরীরে বা কোনও সারফেসে এই ভাইরাস ২১ দিন অবধি বেঁচে থাকতে পারে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানাচ্ছে, স্মলপক্স ভ্যাকসিন যারা নেয়নি তাদের ভয় বেশি। তাই শিশুদের আগে এই ভ্যাকসিন দেওয়ার ব্য়বস্থা করতে হবে।  বাচ্চাদের এই ভাইরাল সংক্রমণের সম্ভাবনা বেশি। পাঁচ বছরের নীচের বাচ্চারাও রয়েছে হাইরিস্ক গ্রুপে। তাই এখন থেকেই সাবধান হতে হবে। বিজ্ঞানীরা বলছেন, এক জন অন্য জনের ঘনিষ্ঠ সংস্পর্শে এলে, বিশেষ করে ত্বকের সংস্পর্শে এলে এই রোগ ছড়িয়ে পড়ে। বড়দের থেকে সংক্রমণ ছড়াতে পারে বাচ্চাদের মধ্য়েও।