লিজিওনেলা ব্যাকটেরিয়ার হানা আর্জেন্টিনায়, সিভিয়ার নিউমোনিয়ায় মৃত্যু বাড়ছে

গুড হেলথ ডেস্ক

আর্জেন্টিনায় অজানা অসুখের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছিল সে দেশের স্বাস্থ্যমন্ত্রক। জ্বর, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে মৃত্যু হচ্ছিল বহু মানুষের। কী থেকে রোগ ছড়াচ্ছে তা পরীক্ষা করার পরে জানা যায়, লিজিওনেলা ব্যাকটেরিয়া (Legionella bacteria) হানা দিয়েছে আর্জেন্টিনার নানা শহরে। লিজিওনেলা নিউমোফিলা নামে এই ব্যাকটেরিয়ার সংক্রমণে সিভিয়ার নিউমোনিয়া হয়। এই রোগেই আক্রান্ত সে দেশের বহু মানুষ।

Legionella

কী থেকে ছড়ায় এই ব্যাকটেরিয়া?

দূষিত জল, পচা-বাসি খাবার, বাতাসে ভাসমান ধুলোকণা থেকে ব্যাকটেরিয়ার স্ট্রেন ছড়ায়। সংক্রমিতের হাঁচি-কাশি থেকেও রোগ ছড়াতে পারে। থুতু-লালার মাধ্যমে ব্যাকটেরিয়ার সংক্রমণ বেশি হয়।

 Legionnaires

কতটা ভয়ের এই ব্যাকটেরিয়া?

লিজিওনেলা মূলত ফুসফুসের সংক্রমণ ঘটায়। সিভিয়ার নিউমোনিয়া হয় রোগীর। শ্বাসকষ্টের সমস্যা বাড়ে। নাক-মুখ দিয়ে ব্যাকটেরিয়ার স্ট্রেন ঢুকে ফুসফুসে সংক্রমণ ঘটায়। যদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় ও নানারকম কোমর্বিডিটি থাকে, তাহলে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রাণঘাতী হতে পারে।

২৫ ডিগ্রি থেকে ৪২ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই ব্যাকটেরিয়ার জন্য আদর্শ। জমা জল, পুকুর, খাল, কুলিং মেশিন, জলের পাইপেও এই ব্যাকটেরিয়ারা বাসা বাঁধে।  এমনও দেখা গেছে হোটেল-রেস্তোরাঁর এসি মেশিন থেকে ব্যাকটেরিয়া ছড়িয়ে সংক্রমিত হয়েছেন বহু মানুষ।

প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (PAHO) জানিয়েছে, আর্জেন্টিনায় ক্রমেই সিভিয়ার নিউমোনিয়া ছড়িয়ে পড়ছে। হাসপাতালগুলিতে রোগীদের ভিড় বাড়ছে। এই ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করার জন্য উপযুক্ত স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করছে সে দেশের সরকার।