প্রস্রাবের সংক্রমণ ঠেকাতে নতুন ওষুধ আসছে, কিডিনির রোগও সারাবে

গুড হেলথ ডেস্ক

মূত্রনালীর সংক্রমণ ঠেকাতে নতুন ওষুধ আসছে। দুটি ওষুধের কম্বিনেশনের ট্রায়াল চলছিল এতদিন। তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল সফল হয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। মেডিক্যান জার্নাল আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে (জামা) এই গবেষণার খবর ছাপা হয়েছে।

সেফেপাইম ও এনমেটাজোব্যাকটাম ওষুধের কম্বিনেশনে ট্রায়াল চলছিল। তৃতীয় পর্যায়ের ট্রায়ালে দেখা গেছে ওষুধের ডোজ অনেকটাই কার্যকরী হচ্ছে। পার্শ্বপ্রতিক্রিয়াও খুব কম। তাড়াতাড়ি সংক্রমণ সেরে যাচ্ছে।

UTIs

আমেরিকার রুটগার্স রবার্ট উড জনসন মেডিক্যাল স্কুলের অ্যালার্জি বিভাগের প্রধান গবেষক কেইথ কায়ে বলেছেন, অ্যান্টিবায়োটিক ড্রাগ নিয়ে ক্লিনিকাল ট্রায়াল চলছিল। এই ট্রায়ালে সাফল্য পাওয়া গেছে। গবেষকদের দাবি, এই ওষুধ শুধু মূত্রনালীর সংক্রমণ ঠেকাবে তাই নয়, ব্লাডারের যে কোনও সংক্রমণ, প্রদাহ, কিডনির অসুখ সারাতেও সমান কার্যকরী হবে।

ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউ টি আই (Urinary tract infections/UTI) এখন খুব পরিচিত একটি সমস্যা। মূলত ব্যাকটেরিয়ার কারণে মূত্রনালীতে এই সংক্রমণ হয়। যে কোনও বয়সি পুরুষ বা মহিলা এই রোগে আক্রান্ত হতে পারেন, তবে মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। তলপেটের ব্যথা, বারবার প্রস্রাবের বেগ, প্রস্রাবের সময় যোনিতে জ্বালা-ব্যথাভাব, সেই সঙ্গে শীত শীত ভাব, কাঁপুনি–এ সবই হল প্রস্রাবের সংক্রমণের প্রাথমিক উপসর্গ। আমাদের অন্ত্রে থাকে ই-কোলাই ব্যাকটেরিয়া। মলের সঙ্গে এই ব্যাকটেরিয়া বের হয়। মহিলাদের প্রস্রাবের জায়গা ও মলদ্বার কাছাকাছি থাকায় এই ব্যাকটেরিয়ার সংক্রমণ (Urinary tract infection) বেশি হতে দেখা যায়। 

এই ধরনের লক্ষণ দেখলে রুটিন ইউরিন টেস্ট (Urinary tract infection) ছাড়া ইউরিন কালচার এবং দরকার হলে আলট্রাসাউন্ড স্ক্যান, এক্স-রে ও  টেস্ট ছাড়া ইউরিন কালচার এবং দরকার হলে আলট্রাসাউন্ড স্ক্যান, এক্সরে, ডিএমএসএ স্ক্যান করিয়ে নিতে হবে।