ফাইজার, মোডার্নার টিকা আসতে পারে ভারতে, আলাদা করে ট্রায়ালের দরকার নেই

দ্য ওয়াল ব্যুরো: ফাইজার, মোডার্নার ভ্যাকসিনে অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভ্যাক্স কর্মসূচীতে এই দুই ভ্যাকসিন যে কোনও দেশেই বিতরণ করা সম্ভব। ভারতে খুব তাড়াতাড়ি টিকা নিয়ে আসার প্রস্তাব দিয়েছিল দুই মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানিই। সেই প্রস্তাবে অনুমোদন দিতে পারে কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা। ড্রাগ কন্ট্রোলার জেনারেল ভি জি সোমানি জানিয়েছে, হু সম্মতি দিয়েছে মানে ভারতে আলাদা করে টিকার ট্রায়াল করার প্রয়োজন নেই।

বিদেশি যে কোনও ভ্যাকসিনই দেশে এলে আগে তার পরীক্ষামূলক প্রয়োগ করে দেখে নেওয়া হয়। যেমন রুশ টিকা স্পুটনিক ভি-এর দুই পর্বের ট্রায়ালের পরেই ছাড় দিয়েছে ড্রাগ কন্ট্রোল। কিন্তু ডিসিজিআই সোমানি বলেছেন, ফাইডার ও মোডার্নার ভ্যাকসিন অনেক আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে। তাছাড়া ব্রিটেন, আমেরিকা, জাপান সহ বেশ কিছু দেশে এই দুই টিকাকে ছাড়পত্র দেওয়াও হয়েছে। তাই ভারতে আর আলাদা করে টিকার ট্রায়ালের দরকার নেই।

গত অগস্টে ফাইজারের সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়েছিল ভারতের কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির। তবে ওই পর্যন্তই।  জরুরি ভিত্তিতে ফাইজারের টিকা নিয়ে আসার প্রস্তাব নাকচ করে দিয়েছিল ভারতের ভ্যাকসিন রেগুলেটরি কমিটি। সম্প্রতি ফাইজার ফের প্রস্তাব দিয়ে জানিয়েছিল, ভারতে এখনই ১২ বছরের ঊর্ধ্বে টিকার ডোজ দেওয়ার জন্য তারা তৈরি। অনুমতি পেলে জুলাই মাস থেকে পাঁচ কোটি টিকার ডোজ সরবরাহ করতে পারবে তারা। ফাইজার আরও বলেছিল, তাদের ভ্যাকসিন খুব ঠান্ডায় সংরক্ষণ করা নিয়ে যে সমস্যা হচ্ছিল তা আর হবে না। ভারতে যে ডোজ তারা সরবরাহ করবে তা ভ্যাকসিন সংরক্ষণের স্বাভাবিক ২-৮ ডিগ্রি সেলসিয়াস বা ৩৬-৪৬ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাতেই রাখা যাবে।

ফাইজারের মতো মোডার্নাও ভারতে তাদের সিঙ্গল শট ভ্যাকসিন নিয়ে আসার জন্য তৈরি। জানা যাচ্ছে, সিপলা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে কথাবার্তা চলছে মোডার্নার। তাদের তৈরি সিঙ্গল শট ভ্যাকসিনের উৎপাদন ও বিতরণ করতে পারে সিপলা।