প্রিম্যাচিওর ডেলিভারির ঝুঁকি বাড়ছে, সময়ের আগে জন্মাচ্ছে শিশু, মায়েরা যে বিষয়গুলো খেয়াল রাখবেন

গুড হেলথ ডেস্ক

প্রথম বার প্রেগন্যান্সিতে অনেক সময়ই প্রি-টার্ম ডেলিভারির (Premature birth) ঝুঁকি থেকে যায়। শুধু মায়ের ক্ষেত্রে নয়, সময়ের আগে জন্মালে শিশুরও জন্মগত কিছু শারীরিক ত্রুটি থেকে যায়, যা পরবর্তী সময়ে বড় ধরনের সমস্যা তৈরি করে। কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়, শারীরিক অসুস্থতা বা জিনগত কারণে প্রি-টার্ম বা প্রিম্যাচিওর ডেলিভারি হতে পারে।

মায়ের গর্ভে ভ্রূণের পরিপূর্ণ হয়ে উঠতে সময় লাগে ২৮০ দিন। কিন্তু নানা কারণে এই নির্ধারিত সময়ের আগেই অপরিণত অবস্থায় পৃথিবীর আলো দেখতে হয় সদ্যোজাতদের। ফলে শিশু যেমন অপুষ্ট থেকে যায়, তেমনই তার নানা শারীরিক জটিলতাও থাকে। একটা সময়ে এমন প্রিম্যাচিওর শিশুদের বাঁচানো সম্ভব হত না। কিন্তু এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে এই সব দুর্বল নবজাতকদের (Premature birth) অনেককেই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে।

Premature Birth

প্রিম্যাচিওর বেবি কাদের বলে?

গর্ভাবস্থার মেয়াদ সাধারণত ৪০ সপ্তাহ ধরা হয়। কিন্তু তার আগেই সন্তান ভূমিষ্ঠ হলে তাকে ডাক্তারি ভাষায় বলে প্রিম্যাচিওর ডেলিভারি। গর্ভাবস্থার ৩৭ সপ্তাহ পূর্ণ হওয়ার আগে যে বাচ্চার জন্ম হয়, তাদেরই প্রিম্যাচিওর বেবি (Premature birth) বলা হয়ে থাকে। জন্মের পর এই বাচ্চাদের বিশেষ যত্ন ও নজরে রাখার প্রয়োজন পড়ে।

এতই ছোট যে দু’হাতের তালুতে ধরা যাচ্ছিল, সময়ের আগে জন্মানো সদ্যোজাতের প্রাণ বাঁচাল রানাঘাটের হাসপাতাল

নির্ধারিত সময়ের আগে বাচ্চার জন্ম সম্পর্কে সচেতন করতে ১৭ নভেম্বর বিশ্ব জুড়ে পালিত হয় ‘ওয়ার্ল্ড প্রি ম্যাচিওরটি ডে’। ডাক্তারবাবুরা বলছেন, হবু বাবা-মা তাঁদের সন্তান আনার আগে কিছু পরিকল্পনা করে নিতে পারলে ২৮০ দিন মায়ের গর্ভে থেকে পরিপূর্ণ হয়েই পৃথিবীর আলো দেখতে পারে তাঁদের ভবিষ্যৎ। বেশি বয়সে প্রথমবার মা হতে গেলে প্রি-টার্ম বার্থের ঝুঁকি অনেক বেশি। ৩০ বছর বয়সের মধ্যে প্রথম বার মা হলে ভাল হয়। যে সব হবু মা ধূমপায়ী বা ‘প্যাসিভ স্মোকিং’-এর শিকার তাঁদের বাচ্চা সময়ের অনেক আগেই ভূমিষ্ঠ হয়। তাই কিছু ক্ষেত্রে সাবধান হতেই হবে।

Preterm Birth

প্রি ম্যাচিওর ডেলিভারির ঝুঁকি কখন বেশি?

যদি কেউ আগে প্রি-ম্যাচিওর বেবির জন্ম দিয়ে থাকেন, তবে ফের একই সম্ভাবনা থেকে যায়।

অনিয়ন্ত্রিত প্রেশার, সুগার বা কিডনির অসুখ থাকলে ঝুঁকি বাড়ে।

অতিরিক্ত ওজন, ওবেসিটি থাকলে এই সমস্যা হতে পারে।

ডায়াবেটিস মাত্রাতিরিক্ত হলে সময়ের আগেই প্রসবের সম্ভাবনা থেকে যায়।

যাঁরা অস্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত, মাদক, ধূমপান বা অতিরিক্ত অ্যালকোহলে আসক্ত, তাঁরাও এই সমস্যায় পড়তে পারেন

মাল্টিপল প্রেগন্যান্সি মানে হল গর্ভে টুইন বা ট্রিপলেট ভ্রূণ থাকলে এমন অবস্থা হতে পারে।

প্রেগন্যান্সি পরিকল্পনা করার সঙ্গে সঙ্গেই অ্যালকোহল ছেড়ে দিন। যদি না পরেন তবে গর্ভাবস্থায় অবশ্যই অ্যালকোহল এড়িয়ে চলুন। শিশুর জন্য টক্সিক পরিবেশ তৈরি হলে প্রি-ম্যাচিওর ডেলিভারির সম্ভাবনা বাড়বে।