
করোনা-ডেঙ্গির সঙ্গে সোয়াইন ফ্লুও বাড়ছে রাজ্যে, কী কী উপসর্গ দেখে সতর্ক হবেন
গুড হেলথ ডেস্ক
জেলা থেকে কলকাতায় দাপট বাড়ছে সোয়াইন ফ্লু-র। করোনা-ডেঙ্গির মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে সোয়াইন ফ্লু। স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, গতবছরের থেকে এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৭ গুণ বেড়েছে। সেই সঙ্গে রাজ্যে বাড়ছে সোয়াইন ফ্লু ( Swine Influenza ) আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে জেনে নিন সংক্রমণ থেকে বাঁচতে কী করবেন এবং কী করবেন না?
সোয়াইন ফ্লু (Swine Flu) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (SIV) বা সোয়াইন-অরিজিন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস (S-OIV) ভাইরাস হল আসলে ইনফ্লুয়েঞ্জা পরিবারেরই একরকম ভাইরাল স্ট্রেন যার বাহক শুয়োর। ২০০৯ সালে এসআইভি স্ট্রেন ইনফ্লুয়েঞ্জা-সি সংক্রামক হয়ে ছড়িয়ে পড়ে। এরই সাব-টাইপ হল ইনফ্লুয়েঞ্জা-এ যার সংক্রামক স্ট্রেন এইচ১এন১, এইচ১এন২, এইচ২এন১, এইচ৩এন১, এইচ২এন৩ ইত্যাদি।
সোয়াইন ফ্লুয়ের (Swine Flu) জীবাণু শুয়োর থেকে মানুষের শরীরেও ছড়াতে পারে। ইনফ্লুয়েঞ্জার মতোই উপসর্গ দেখা দেয় সোয়াইন ফ্লু হলে। জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। করোনার মতোই মানুষের দেহকোষে এই ভাইরাল স্ট্রেন বিভাজিত হয়ে প্রতিলিপি তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলেন, সোয়াইন ফ্লু চট করে ধরা পড়ে না। উপসর্গ আর পাঁচটা ভাইরাসঘটিত জ্বরের মতোই। ফলে চিকিৎসা শুরু করতেই বেশ খানিকটা সময় লেগে যায়। ফলে দাপটও বাড়ে রোগের।
উপসর্গ কী কী?
- সর্দি-কাশি
- নাক দিয়ে জল পড়া
- জ্বর
- গা-হাত পায়ে ব্যথা
- মাথার যন্ত্রণা
- দুর্বল ভাব।
সোয়াইন-ফ্লু (Swine Flu) প্রতিরোধের নিয়ম অনেকটা করোনা ভাইরাসের মতোই। চিকিৎসকরা বলছেন, সোয়াইন ফ্লু মূলত হাঁচি-কাশি থেকে ছড়ায়। তাই অত্যন্ত সতর্ক থাকতে হবে। ঘন ঘন সর্দি, কাশি, জ্বর হলেই যেতে হবে চিকিৎসকের কাছে। মাস্ক পরা বাধ্যতামূলক।