কলকাতার হাসপাতালে জিভ প্রতিস্থাপন, ক্যানসার আক্রান্ত যুবকের প্রাণ বাঁচল

গুড হেলথ ডেস্ক

জিভ কামড়ে ফেলেছিলেন যুবক। লাল হয়ে ক্ষত হয়ে গেছিল। তাতে বিশেষ আমল দেননি তিনি। ভেবেছিলেন সেরে যাবে কিছুদিনে। কিন্তু তা হয়নি। সেই ক্ষতস্থান থেকেই ছড়াতে থাকে ক্যানসার (Tongue Replacement)। সারা মুখমণ্ডলে ছড়িয়ে পড়ার আগেই আস্ত জিভ প্রতিস্থাপন করে দেন ডাক্তারবাবুরা। যুবকেরই শরীরের অন্যান্য অংশ থেকে মাংস নিয়ে জিভ বানিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। এমন জটিল অস্ত্রোপচার যথেস্টই ঝুঁকিপূর্ণ। সেখানে অসাধ্য় সাধন করেছে কলকাতার এনআরএস হাসপাতাল।

নদিয়ার গেদের যুবক আশিস বিশ্বাস জিভের ক্যানসার নিয়ে কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি হয়েছিলেন। খড়্গপুরে নিরাপত্তারক্ষীর কাজ করেন আশিসবাবু। কথা বলতে গিয়ে জিভে কামড় পড়েছিল তাঁর। জিভ কেটে গেছিল, সেই জায়গাটা লাল হয়ে ফুলে গেছিল। কথার মাঝে জিভে কামড় আকছাড়ই পড়ে। কাজেই এই ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামাননি তিনি। কিন্তু সমস্যা শুরু হয় কিছুদিন পর থেকেই। ক্ষতস্থান শুকনোর বদলে তা ক্রমাগত বাড়তে থাকে। জায়গাটা দগদগে হতে শুরু করে। তখন ডাক্তার দেখিয়ে বায়োপসি করাতেই ধরা পড়ে ক্যানসার।

Tongue Surgery

প্রথমে ভেলোরে গিয়েছিলেন তিনি। সেখানে খরচের বহর দেখে কলকাতায় ফিরে আসেন। এনআরএসে নিয়ে যাওয়া হয় তাঁকে। ডাক্তারবাবুরা নিরাশ করেননি। সরকারি হাসপাতালের প্লাস্টিক সার্জনরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন Tongue Replacement। প্রায় ১০ ঘণ্টার অস্ত্রোপচারের পর নতুন জীবন ফিরে পান আশিসবাবু। ডাক্তাররা বলছেন, সরকারি হাসপাতালে এই ধরনের জটিল অস্ত্রোপচার বিরল। নতুন নজির তৈরি হল। আশিসের জিভের ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাঁর বা হাতের কব্জির উপরের শিরা, ধমনী নিয়ে পুনর্গঠন করা হয় জিভ। চিকিৎসকরা জানিয়েছেন, ডাক্তারি পরিভাষায় একে বলা হয় ফ্ল্যাপ। এই ফ্ল্যাপ তৈরি করেই জিহ্বার প্রতিস্থাপন Tongue Replacement করা হয়েছে। এক্ষেত্রে রোগীর কব্জির একটু উপরের অংশ বা বাহু বা ফোরআর্মের অংশ থেকে চামড়া নিয়ে ‘আর্মফ্ল্যাপ’ তৈরি করা হয়। সেই ফ্ল্যাপই লাগানো হয় ক্যানসারে বাদ যাওয়া জিহ্বার জায়গায়। ডাক্তারি পরিভাষায় একে বলা হয় ‘রিকনস্ট্রাকশন অব টাঙ’ (Reconstruction of Tongue)।

প্লাস্টিক-খেকো ব্যাকটেরিয়া হুড়মুড়িয়ে ঢুকছে শরীরে, অ্যান্টিবায়োটিক খেলেও মরবে না

তবে শুধু জিভ নয়, কান, নাক ও মুখমণ্ডলের বিভিন্ন অংশের পুনর্গঠনের কাজ সাফল্যের সঙ্গে হচ্ছে এনআরএসে। ডাক্তারবাবুরা বলছেন, কলকাতার হাসপাতালেই এখন অনেক জটিল সার্জারি সাফল্যের সঙ্গে করা হচ্ছে। রোগীদের আর দক্ষিণ ভারতে যাওয়ার দরকার পড়বে না।