
ডেঙ্গির মধ্যেই কি ফিরে আসছে পোলিও ভাইরাস, ড্রেনের জলে পাওয়া গেল টাইপ-২ স্ট্রেন
গুড হেলথ ডেস্ক
করোনার মধ্যেই ডেঙ্গি ছড়াচ্ছে। এদিকে হাম বা মিসলস ছড়িয়ে পড়ছে দেশের নানা জায়গায়। তার মধ্যেই পোলিও ভাইরাসের (Polio Virus) সংক্রমণ ছড়াচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) (WHO) জানাচ্ছে, করোনার মধ্যে যে সব রোগ হারিয়ে গিয়েছিল, তারা আবার ফিরে আসার (Poliovirus Type 2) উপক্রম করছে। সম্প্রতি লন্ডনের একটি জায়গায় ড্রেনের জলে পাওয়া গেছে পোলিওর জীবাণু। তার থেকেই উদ্বেগটা বেড়েছে। পোলিও ভাইরাসের সংক্রমণ কি ফের ছড়াতে শুরু করেছে, আক্রান্ত কতজন, এই নিয়ে এখন তোলপাড় করে খোঁজ চলছে।
বিশ্ব স্বাস্থ্য় সংস্থা জানিয়েছে, জমা জলে যে ভাইরাস (Polio Virus) পাওয়া গেছে সেটি পোলিও টাইপ-২ ভাইরাস। এর নাম টাইপ-২ ভ্যাকসিন-ডিরাইভস পোলিও ভাইরাস (VDPV2)। এই ভাইরাসের সংক্রমণ ফের ছড়াতে শুরু করেছে কিনা সে নিয়ে খোঁজ শুরু হয়েছে।
পোলিও ভাইরাসঘটিত (Polio Virus) সংক্রমক রোগ। মূলত শিশুদেরকেই আক্রমণ করে। এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে জল এবং খাবারের মাধ্য়মে ছড়িয়ে যায় এই রোগ। পোলিওর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, বমি ক্লান্তি, পিঠ বা পা শক্ত হয়ে যাওয়া, পেশীর দুর্বলতা। পরিস্থিতি খুব খারাপ হলে, প্রদাহ এবং পায়ে পক্ষাঘাত শুরু হয়। পোলিও থেকে বাঁচতে তাই শিশুদের ওপিভি বা ওরাল পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয়। জন্মের সময় প্রথম মাত্রা, ৬,১০ ও ১৪ সপ্তাহে প্রাথমিক মাত্রা ও ১৬ -২৪ মাস বয়সে একটি বুস্টার দেওয়া হয়। ভারতেও পাওয়া গেছে পোলিওর টাইপ-২ ভাইরাস (Poliovirus Type 2)। ২০১১ সালে ভারতকে পোলিওমুক্ত দেশ বলে ঘোষণা করা হলেও, নতুন করে পোলিওবাহী ওই ভাইরাস পাওয়ায় উদ্বেগ বেড়েছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন ঘোষণার পর তো টানা দুই থেকে আড়াই মাস ধরে সারা দেশে টিকাকরণ কর্মসূচি অনেকাংশে বন্ধ হয়ে যায়। তাই টিকার মাধ্য়মে ভারতে যে রোগগুলি নির্মূল করার লক্ষ্যে কিছুটা পদক্ষেপ হয়েছিল, দীর্ঘ দিনের লকডাউনে সেগুলির ফিরে আসার আশঙ্কা আরও প্রবল হয়ে উঠেছে। তেলঙ্গানার একটি ল্যাবরেটরিতে নর্দমার জল পরীক্ষা করতে গিয়ে পাওয়া গিয়েছিল টাইপ-২ ভাইরাস। পোলিও যাতে নতুন করে না ছড়ায় সে কারণে আবারও প্রচার কর্মসূচী শুরু হচ্ছে ভারতে। ছ’মাস থেকে তিন বছর বয়সি সব শিশুকে যাতে নিয়ম করে পোলিওর টিকা খাওয়ানো হয় সেদিকে জোর দেওয়ার কথা বলা হয়েছে সরকারের তরফে।