
ক্যানসারের ভাইরাস মগজ খেয়ে ফেলে, রোগ হয় ব্রেনে, দাবি আইআইটির গবেষকদের
গুড হেলথ ডেস্ক
দেহরস ও লালার মাধ্যমে ছড়াতে পারে এই প্রজাতির হার্পিস ভাইরাস (Epstein-Barr virus (EBV))। মানুষের শরীরে ক্যানসার (Cancer) সহ নানা রোগের কারণ এই ভাইরাস। সংক্রামক এই ভাইরাস শুধু শরীরের নানা অঙ্গে নয় ব্রেনেও জটিল রোগ তৈরি করতে পারে, এমনটাই দাবি ইনদওরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) গবেষকদের।
এপস্টেইন বার ভাইরাস (ইবিভি) হার্পিস ভাইরাস পরিবারের সদস্য। শরীরে প্রদাহ বা ইনফ্ল্যামশন তৈরি করে এই ভাইরাস। লিভার, লিম্ফ নোড, গলায় সংক্রমণ হয় এই ভাইরাসের সংক্রমণে। ক্যানসারেরও কারণ হতে পারে এই ভাইরাস। মূলত নাক, মুখ ও গলার ক্যানসারের (Cancer) জন্য দায়ী এই ভাইরাস। সংক্রমিত ব্যক্তির দেহরস ও লালারসের মাধ্যমে ছড়াতে পারে।
আইআইটির গবেষকরা বলছেন, রমন মাইক্রো-স্পেকট্রোস্কোপি দিয়ে এই ভাইরাসকে চিহ্নিত করা হয়েছে। দেখা গেছে, মস্তিষ্কেও সংক্রমণ ছড়াতে পারে এই ভাইরাস। এতদিন জানা ছিল নাকের পেছনের অংশ ও গলায় ক্যানসারের (Cancer) কারণ ইবিভি ভাইরাস। এখন দেখা যাচ্ছে, ব্রেনের কোষেও প্রতিলিপি তৈরি করে সংখ্যায় বাড়তে পারে ইবিভি। শরীরে বিভিন্ন উপাদানের পরিমাণেও তারতম্য ঘটায়। ফলে খুব দ্রুত রোগ ছড়িয়ে পড়তে পারে।
আপনার কি ডায়াবেটিস হতে পারে? কী কী লক্ষণ দেখে বুঝবেন
‘এসিএস কেমিক্যাল নিউরোসায়েন্স’ মেডিক্যাল জার্নালে এই গবেষণার খবর ছাপা হয়েছে। ইনদওর আইআইটির ইনফেকশন বায়োইঞ্জিনিয়ারিং গ্রুপের অধ্যক্ষ ড. হেমচন্দ্র ঝা বলছেন, এই ভাইরাসের সংক্রমণ হলে শরীরে কোলেস্টেরল, লিপিড, প্রোলিন ও গ্লুকোজের ভারসাম্য বিগড়ে যায়। ব্রেনের কোষে অক্সিজেন পৌঁছনো বন্ধ হতে থাকে। ব্রেনের কোষগুলিতেও সংক্রমণ ছড়িয়ে পড়ে। ফলে মস্তিষ্কের জটিল রোগ দেখা দেয়।