
চিনে নতুন ভাইরাসের আতঙ্ক, করোনার পরে ছড়াচ্ছে ল্যাঙ্গা, আক্রান্ত ৩৫
করোনাভাইরাস, মাঙ্কিপক্সের আতঙ্কে ঘুম উড়েছে বিশ্বের তাবড় ভাইরোলজিস্টদের। এর মধ্যেই চিনে নতুন ভাইরাসের উপদ্রব শুরু হয়েছে। এই ভাইরাসের নাম নভেল ল্যাঙ্গা ভাইরাস (LayV)। চিনের উত্তরপূর্বে শ্যানডং প্রদেশে এই ভাইরাস ছড়িয়েছে। ইতিমধ্যেই ৩৫ জনের শরীরে ভাইরাসের স্ট্রেন পাওয়া গেছে।
কী এই ল্যাঙ্গা ভাইরাস?
করোনার মতো এটিও আরএনএ (RNA) ভাইরাস। পশুর শরীর থেকেই মূলত সংক্রমণ ছড়ায়। ভাইরোলজিস্টরা বলছেন, ছাগল ও কুকুর থেকে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। একে ল্যাঙ্গা হেনিপাভাইরাসও (Langya Henipavirus) বলা হচ্ছে।
হেনান ও শানডং প্রদেশের আক্রান্ত বাসিন্দাদের গলা থেকে এই ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এখনও অবধি ল্যাঙ্গা ভাইরাসে মৃত্যুর কোনও খবর মেলেনি।
উপসর্গ কী কী?
চাষের কাজে জড়িতদের মধ্যেই এই ভাইরাসের সংক্রমণ বেশি দেখা গেছে। ধুম জ্বর, কাশি, খিদে কমে যাওয়া, সারা শরীরে ব্রণ বা ফোস্কার মতো উপসর্গ দেখা যাচ্ছে।
তাছাড়া বমিভাব, পেশিতে ব্যথা, পেটের সমস্যাও হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, কিডনিতেও সমস্যা হচ্ছে এই ভাইরাসের সংক্রমণে।
চিনের বিশেষজ্ঞরা বলছেন, ৫ শতাংশ সংক্রমণ কুকুর থেকে এবং ২ শতাংশ সংক্রমণ ছাগল থেকে ছড়িয়েছে বলে জানা গেছে।
ল্যাঙ্গা ভাইরাসের কোনও ভ্যাকসিন এখনও অবধি আসেনি।