ট্র্যাকিয়াল স্টেনোসিস কী? ক্যানসার রোগীদের চিকিৎসায় স্টেন্ট বসানোর সার্জারি হচ্ছে কলকাতাতেও

গুড হেলথ ডেস্ক

 ট্র্যাকিয়াল স্টেনোসিস (Tracheal Stenosis) কথাটার সঙ্গে অনেকেই পরিচিত নন। সাধারণত খাদ্যনালি থেকে শ্বাসনালিকে আলাদা করে রাখতেই ট্র্যাকিয়াল স্টেনোসিসের সার্জারি করেন চিকিৎসকরা। বিশেষ করে খাদ্যনালীতে টিউমার আছে এমন রোগী, ক্যানসারের রোগীদের জন্য এই স্টেন্ট জীবনদায়ী। ট্র্যাকিয়া, ফুসফুস, থাইরয়েড ক্যানসারের ক্ষেত্রেও রোগীদের কষ্ট কমাতে ট্র্যাকিয়াল স্টেন্ট বসান ডাক্তারবাবুরা। এখন খাস কলকাতাতেও এই অপারেশন সফলভাবে হচ্ছে।

ট্র্যাকিয়াল স্টেনোসিস (Tracheal Stenosis) কী? কী ধরনের সমস্যায় এই অপারেশন করা হয়?

খাদ্যনালিতে টিউমার হলে বা ফুসফুস, থাইরয়েড ক্যানসারের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় খাদ্যনালি ও শ্বাসনালির মাঝে একটা রাস্তা তৈরি হয়ে যায়। এই ধরনের রাস্তাকে বলে ট্র্যাকিওইসোফেজিয়াল ফিসচুলা ( Tracheal Stenosis)। ডাক্তারবাবুরা বলেন, এই ধরনের সমস্যা কোনও ওষুধ দিয়ে কমানো যায় না। অপারেশনই একমাত্র পথ। Tracheal or Bronchial Stent Placement আমাদের শ্বাসনালি দুভাগে ভাগ হয়ে ফুসফুসে ঢোকে। যদি দেখা যায় রোগীর ডানদিক ও বাঁদিক দুদিকের শ্বাসনালিতেই টিউমার তৈরি হচ্ছে, তাহলে ধীরে ধীরে খাদ্যনালি ও শ্বাসনালির মধ্যে একটা আলাদা পথ তৈরি হয়ে যাবে। তখন রোগী খাবার খেলেই খাবারের অংশ শ্বাসনালিতে আটকে যাবে। কাশি শুরু হবে রোগীর, বমি হতে থাকবে। শ্বাসের সমস্যাও শুরু হতে পারে। ট্র্যাকিওইসোফেজিয়াল ফিসচুলা হলে রোগীর নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। জল জমতে শুরু করে ফুসফুসে। রোগীকে বাঁচাতে তখন শ্বাসনালিতে স্টেন্ট বসাতে হয়। এই স্টেন্ট বসানোর প্রক্রিয়াকেই বলে ট্র্যাকিয়াল স্টেনোসিস।
3D printed patient-specific airway stents receive FDA approval - 3D  Printing Industry
কীভাবে করা হয় এই অপারেশন? ব্রঙ্কোস্কোপি করে কম্পিউটার স্ক্রিনে শ্বাসনালির অবস্থা দেখে নেওয়া হয়, তারপর এক্স-রে করে ডাক্তাররা নিশ্চিতভাবে দেখেন, ঠিক কোথায় সমস্যা তৈরি হয়েছে। যেখান থেকে অস্বাভাবিক পথ তৈরি হয় সেখানে স্টেন্ট বসিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ট্র্যাকিয়াল স্টেন্ট ( Tracheal Stenosis) কিন্তু হার্টে বসানো স্টেন্টের থেকে আলাদা। এই ধরনের স্টেন্টের নীচের দিকে দুটো পায়ের মতো অংশ আছে। রোগীর দুই দিকের শ্বাসনালিতে স্টেন্টের দুটো পা ঢুকিয়ে দিয়ে এঁটে বসিয়ে দেওয়া হয়। ওই স্টেন্ট তখন টিউমার বা ক্যানসার আক্রান্ত অংশ থেকে শ্বাসনালিকে আলাদা করে রাখে। ফলে ক্ষতিগ্রস্থ কোষ, খাবারের অংশ কোনও কিছুই শ্বাসনালিতে ঢুকে পড়তে পারে না। ফলে রোগীর শ্বাসনালি সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে না। ট্র্যাকিয়াল স্টেন্ট ক্যানসার রোগীর যন্ত্রণাও কমাতে পারে। রোগীর বারে বারে শ্বাসের সমস্যা হয় না।  বেশিদিন ভেন্টিলেশনে থেকে রোগীর শ্বাসনালি সরু হয়ে গেলে বা বয়স্কদের ট্র্যাকিয়ার কার্টিলেজ রিং দুর্বল হয়ে পড়লেও এই স্টেন্ট বসানোর সার্জারি করেন ডাক্তারবাবুরা। আরও পড়ুন: সদ্যোজাতের ইউটিআই বুঝবেন কেমন করে? ছোট বাচ্চাদের কীভাবে সাবধানে রাখবেন