আপনার ত্বক কি খুব সেনসিটিভ? এই শীতে যত্ন নিন সঠিক উপায়ে

গুড হেলথ ডেস্ক

এমন অনেকেই আছেন, যাঁদের ত্বক খুব স্পর্শকাতর। সামান্য এদিক-ওদিক হলেই ত্বকে র‍্যাশ বেরোতে শুরু করে, লাল হয়ে যায়। যদি কোনও প্রসাধনসামগ্রী ত্বকে সহ্য না হয়, তা হলেও বিপদ (Winter Skin Care)। বিশেষজ্ঞরা বলছেন, বাজারচলতি প্রসাধনী বেশি ব্যবহার করলে বা বাড়তি মেকআপ লাগালে ত্বকের ক্ষতি হতে পারে। কাজেই এই সময়ে ত্বকের বিশেষ যত্বের প্রয়োজন। খুব গরম বা ঠান্ডা জল দেবেন না মুখে, জোরে ঘষাঘষি করে তোয়ালে দিয়ে মোছা বা প্যাক তোলার চেষ্টাও না করাই ভাল।

 Face Pack

সেনসিটিভ ত্বকের যত্ন নেবেন কীভাবে?

১) শ্বেত চন্দন বেটে নিন, তার সঙ্গে মেশান শসার রস। শীতকালে এর মধ্যে সামান্য পরিমাণে দুধের সর মিশিয়ে নিন। এই প্যাক মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে তুলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। তার পর অ্যালোভেরা জেল লাগিয়ে নেবেন।

২) বাড়িতে পাতা টক দই আর অ্যালোভেরা জেল ভাল করে মিশিয়ে নিন (Winter Skin Care)। চোখের চারপাশ বাদে পুরো মুখে প্যাক লাগান। তারপর ঠান্ডা জলে ভাল করে মুখ ধুয়ে ফেলতে হবে।

Beauty Tips

৩) দইয়ের মধ্যে ওটমিল ভিজিয়ে সারা রাত রেখে দিন। পরদিন দুটোকে একসঙ্গে মেখে মুখে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে উষ্ণ গরম জলে তোয়ালে ভিজিয়ে মুখ মুছে নিতে হবে। ভাল করে মুখ ধুয়ে ময়শ্চরাইজার লাগিয়ে নিতে হবে।

৪) গাজর কুরে তার রস বের করে নিতে হবে। কাঁচা এবং মাঠাযুক্ত দুধের সঙ্গে সেটা মিশিয়ে মুখ লাগান। প্যাক লাগানোর আগে অতি অবশ্যই মুখটা খুব ভাল করে ধুয়ে নিতে হবে। এই প্যাক ত্বকের জেল্লা বাড়িয়ে দেবে এক লহমায়।

৫)  কাঁচা হলুদের রস বের করে নিন, সেটা দুধের সরের সঙ্গে মিশিয়ে আধ ঘণ্টা ফ্রিজে রাখুন। তারপর মুখে লাগিয়ে ১০মিনিট রেখে ভাল করে মুখ ধুয়ে ফেলতে হবে।