Allergy- Heart Disease: অ্যালার্জি থাকলে হার্টের অসুখেরও ভয় আছে? নতুন গবেষণায় চাঞ্চল্যকর দাবি

গুড হেলথ ডেস্ক

অ্যালার্জি (Allergy- Heart Disease) নানা কারণে হতে পারে। খাওয়াদাওয়া থেকে, ধোঁয়া-ধুলো থেকে অ্য়ালার্জি হয়। আবার ঋতু পরিবর্তনের সময় অ্যালার্জির হানা দেয় নানাভাবে। অ্য়ালার্জির সঙ্গে হার্টের অসুখের কি কোনও যোগসূত্র আছে? নতুন একটি গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে। অ্য়ালার্জিজনিত সমস্যা থাকলে বা পরিবারে অ্যালার্জির ইতিহাস থাকলে নাকি কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বেড়ে যায়।

সোসাইটি অব কার্ডিওলজিতে অ্যালার্জি ও হার্টের রোগের মধ্যে যোগসূত্র খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। গবেষণায় বলা হয়েছে, অ্য়ালার্জি বাড়লে রক্তচাপ বেড়ে যেতে পারে এবং তার থেকে করোনারি আর্টারির রোগ হতে পারে।

এই গবেষণার মুখ্য গবেষক ইয়াং গুও বলেন, অ্যালার্জিতে (Allergy- Heart Disease) ভোগা মানুষের নিয়মিত ব্লাড প্রেশার ও হৃদরোগ রয়েছে কিনা চেকআপ করা উচিত। এক্ষেত্রে কোনও সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু করতে হবে। গবেষক বলছেন, হাঁপানির রোগী থেকে শুরু করে, রেসপিরেটরি অ্যালার্জি, ডায়জেস্টিভ অ্যালার্জি, স্কিন অ্যালার্জি ইত্যাদি রোগে আক্রান্ত মানুষদের বেছে নেওয়া হয় গবেষণার জন্য। প্রায় ৩৪ হাজার মানুষের ওপর পরীক্ষা করা হয়েছে যাঁদের অ্য়ালার্জিজনিত নানা সমস্যা রয়েছে। এদের মধ্য়ে কমবয়সীও যেমন আছেন তেমনি প্রবীণরাও আছেন। দেখা গেছে, অ্যালার্জি থাকলে করোনারি আর্টারি ডিজিজ ও ব্লাড প্রেশারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।

বিজ্ঞানীরা বলছেন, অ্য়ালার্জির সমস্য়া বাড়তে বাড়তে হাঁপানিও ধরে যায় অনেকের। অ্যালার্জি থেকে বা অ্যালার্জি ইনডিউসড অ্যাজমায় আক্রান্ত হন বহু মানুষ। বাতাসে থাকা ফুলের রেণু, পোকামাকড়, বিশেষ কোনও খাবার, বালিশ, লেপ তোশকের ধুলো, পোষ্যের লোম ও স্যালাইভা, কোল্ড ড্রিঙ্ক—যে কোনও কিছু থেকে অ্যালার্জি হতে পারে। দীর্ঘকালীন প্রদাহের ফলে শ্বাসনালীর স্বাভাবিক ব্যস কমে যায় এবং সংবেদনশীলতা বাড়ে। ফলে ফুসফুসের ভিতর বায়ু ঢোকা ও বেরনোর পথ সংকীর্ণ হয়ে যায়। শ্বাসনালীর ভেতর মিউকাসের ক্ষরণ বাড়তে বাড়তে সেটা আরও সঙ্কুচিত হতে থাকে। সঠিক চিকিৎসা না হলে শ্বাসনালী পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায়। শ্বাস নিতে সমস্যা হয়। এর প্রভাব পড়ে হার্টেও।