
সঙ্গমের পরেও হতে পারে প্রস্রাবের সংক্রমণ, মেয়েদের ঝুঁকি বেশি, কী করে আটকাবেন
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউ টি আই (Urinary tract infections) এখন খুব পরিচিত একটি সমস্যা। মূলত ব্যাকটেরিয়ার কারণে মানবদেহের মূত্রতন্ত্রে এই সংক্রমণ হয়। যে কোনও বয়সি পুরুষ বা মহিলা এই রোগে আক্রান্ত হতে পারেন, তবে মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়।
মূলত কী সমস্যা (Urinary tract infections) হয়?
● বারবার প্রস্রাব পাওয়া
● প্রস্রাব করার সময় প্রচণ্ড জ্বালা-যন্ত্রণা হওয়া, তলপেটে ব্যথা
● প্রস্রাবের রং ঘোলাটে হতে পারে, সঙ্গে রক্তও পড়তে পারে
● প্রস্রাবে দুর্গন্ধ
● অনেক সময় আক্রান্তের জ্বর হয়
● সমস্যা তীব্র হলে মূত্রধারণ ক্ষমতা চলে যায়। রোগীর কষ্ট বাড়ে।
ইউরিনারি ট্র্যাক্টের (Urinary tract infections) কোন অংশ আক্রান্ত এবং আক্রান্তের বয়স কত, তার ভিত্তিতে উপসর্গ ভিন্ন হয়।
ইউ টি আই থেকে বাঁচতে কী করবেন?
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (Urinary tract infections) থেকে সুরক্ষা পেতে পরিচ্ছন্নতা খুব জরুরি বিষয়। মহিলাদের প্রস্রাব করার পরে জায়গাটিকে ভাল করে ধুয়ে ফেলা খুব জরুরি। বিশেষত পিরিয়ড চলাকালীন পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন থাকা ভীষন প্রয়োজন। শরীরী মেলামেশার পরে পর্যাপ্ত প্রস্রাব করে ব্লাডার একেবারে খালি করে ফেললে ভাল। এতে ব্লাডারের ভেতরের ব্যাকটেরিয়া সহজেই বাইরে বেরিয়ে যায়। কন্ডোম ব্যবহার করেও বহু ক্ষেত্রে সংক্রমণ এড়ানো যায়। সবচেয়ে ভাল হয়, প্রতি মাসে একবার করে ইউরিন কালচার করে সংক্রমণের ব্যাপারে নিশ্চিত হয়ে নিতে পারলে।