এই ব্লাড গ্রুপ থাকলে কম বয়সে স্ট্রোকের ঝুঁকি বেশি! হাইরিস্কে কারা?

গুড হেলথ ডেস্ক

রক্তের গ্রুপ (Blood Group) বলে দিতে পারে কোন রোগের সম্ভাবনা আছে, এমনটাই দাবি গবেষকদের। কোন রক্তের গ্রুপে কী কী রোগের ঝুঁকি আছে তা ইতিমধ্যেই বের করে ফেলেছেন বিজ্ঞানীরা। সম্প্রতি মার্কিন বিজ্ঞানীদের একটা গবেষণা বলছে, রক্তের গ্রুপ যদি ‘এ’ (A) হয়, তাহলে ব্রেন স্ট্রোকের (Brain Stroke) আশঙ্কা আছে। যদি লাইফস্টাইলে অনিয়ম বাড়তেই থাকে তাহলে এই রক্তের গ্রুপের লোকজনদের কম বয়সেই স্ট্রোক হওয়ার আশঙ্কা থাকে।

মানুষের শরীরে চার প্রকার রক্তের গ্রুপ (Blood Group) দেখতে পাওয়া যায়। এ, বি, এবি এবং ও। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই রক্তের গ্রুপের গুরুত্ব অপরিসীম। এই মূল বিভাগগুলি ছাড়াও বেশ কিছু বিরল রক্তের গ্রুপও দেখা যায়। সাম্প্রতিক গবেষণা বলছে, এই চার বিভাগের মধ্যে ‘এ’ এবং ‘ও’ গ্রুপের মানুষজনের স্ট্রোক হতে পারে। তার মধ্যে এ গ্রুপের লোকজন হাইরিস্কে রয়েছেন।

brain stroke

মেরিল্যান্ড স্কুল অব মেডিসিনের বিজ্ঞানীরা এই গবেষণা করছেন। ‘নিউরোলজি’ জার্নালে এই গবেষণার খবর ছাপা হয়েছে।  বিজ্ঞানীরা বলছেন, ‘এ’ রক্তের গ্রুপ হলে কমবয়সে স্ট্রোকের ঝুঁকি ১৮ শতাংশ, আর ‘ও’ রক্তের গ্রুপ হলে স্ট্রোকের সম্ভাবনা ১২ শতাংশ।

stroke

স্ট্রোক (Stroke) হলে শরীরে কী হয়?

মস্তিষ্কে রক্ত চলাচলে বিঘ্ন হলেই স্ট্রোক হয়। কোনও কারণে মস্তিষ্কের রক্তবাহী ধমনীর পথ সংকীর্ণ হয়ে বা বাধাপ্রাপ্ত হয়ে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তখন অক্সিজেনের অভাবে ব্রেন কাজ করা বন্ধ করে দেয়। তখন যে শারীরিক অবস্থা তৈরি হয় তাকে স্ট্রোক বলে।

আগে বয়স্ক লোকেদেরই বেশি হত। এখন লাইফস্টাইলে বদল, অতিরিক্ত স্ট্রেসের কারণে কমবয়সীরাই বেশি আক্রান্ত। এখন বয়স বাছবিচার করে স্ট্রোক (Stroke) হয় না। বরং ডাক্তাররা আগে স্ট্রোকের কারণ খুঁজে বের করেন।

Strokes Symptoms

স্ট্রোক হলে শরীর জানান দেয় আগেই, কী কী উপসর্গ দেখে বোঝা যাবে?

পাঁচ রকমের উপসর্গ দেখলে বোঝা যাবে স্ট্রোক হয়েছে।

১) বডি ব্যালান্স। যে লোকটা কিছুদিন আগে অবধিও সুস্থ-সচল ছিল, সে যদি আচমকা চলতে ফিরতে গেলে ব্যালান্স হারিয়ে ফেলে, শরীর বারে বারে টাল খায়, তাহলে বুঝতে হবে স্ট্রোক হয়েছে।

২) চোখের দৃষ্টি ঝাপসা হয়ে এলেও সতর্ক হতে হবে। যদি দৃষ্টি ক্ষীণ হতে শুরু করে, ডবল ভিশন হয় তাহলে সেটা অ্যালার্মিং।

৩) মুখটা একদিকে বেঁকে গেলে সতর্ক হতে হবে।

৪) হাত-পা দুর্বল হয়ে যায়, শক্তি হারিয়ে ফেলাও স্ট্রোকের লক্ষণ।

৫) কথা বলতে অসুবিধে হয় অথবা ঢোক গিলতে সমস্যা হয় তখন সাবধান হতে হবে।

কোন রক্তের গ্রুপের কী রোগের ঝুঁকি?

গবেষণা বলছে, এ, বি এবং এবি গ্রুপের (Blood Group) রক্তের মানুষদের হার্টের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ও গ্রুপের মানুষদের থেকে বেশি। প্রথম তিনটি গ্রুপের রক্তের মানুষদের হার্ট অ্যাটাকের আশঙ্কা ৮ শতাংশ ও হার্ট ফেলিওরের আশঙ্কা ১০ শতাংশ বেশি বলেও দাবি করা হয়েছে। এ এবং বি গ্রুপের মানুষদের থ্রম্বোসিস বা রক্তনালীর মধ্যে রক্ত জমাট বাঁধার আশঙ্কা বেশি বলে দাবি বিজ্ঞানীদের। কিন্তু কেন এমন হয় তা নিয়ে অবশ্য নিশ্চিত নন বিশেষজ্ঞরা। আরও গবেষণায় সেই রহস্যের সমাধান হবে বলেই মনে করছেন তাঁরা।