শিশুর চোখেও ছানি পড়ে, বাচ্চার দৃষ্টি ঝাপসা হচ্ছে বুঝলেই সতর্ক হন বাবা-মায়েরা

গুড হেলথ ডেস্ক

দু’চোখের দৃষ্টিই ঝাপসা হয়ে এসেছিল মাস দুয়েকের শিশুটির। পরীক্ষা করে দেখা যায়, শিশুটির দুই চোখ কনজেনিটাল টোটাল ক্যাটারাক্টে (congenital cataract) আক্রান্ত। এর অর্থ হল, দুই চোখে ছানি নিয়েই জন্মেছে শিশুটি। অস্ত্রোপচার না করলে পুরোপুরি দৃষ্টিহীন হয়ে যাবে। একে মাস দুয়েকের শিশু, তার ওপরে ক্যাটারাক্ট সার্জারির মতো অস্ত্রোপচার, সব নিয়েই চিন্তায় ছিলেন ডাক্তাররা। কিন্তু শেষে সেই অস্ত্রোপচার সফল হয়। খাস কলকাতারই একটি বেসরকারি হাসপাতালে শিশুর চোখে ছানি অপারেশনে সাফল্য পান ডাক্তারবাবুরা।

Childhood Cataracts


শিশুদের ছানি পরার কারণ কী?

চোখের লেন্সের স্বচ্ছতা কমে আসাই হল ছানি। সহজ করে বললে, ছানি হচ্ছে অনেকটা ক্যামেরার সেই লেন্সের মতো যাতে ধুলো ময়লা জমে নিখুঁত ছবি তোলায় বিঘ্ন ঘটায় (congenital cataract)। তখন লেন্স পরিষ্কার করে বা বদলে ফেলে ক্যামেরা কার্যকরী করা হয়। ছানিও তেমন চোখের লেন্সের অস্বচ্ছতা।

কর্নিয়া ও আইরিসের পিছনে থাকা স্বচ্ছ লেন্স বিভিন্ন কারণে অস্বচ্ছ হয়ে পড়ে। বার্ধক্যজনিত কারণ বা আঘাত লাগা অথবা নানারকম রোগের কারণে চোখের লেন্সের ওপর প্রোটিন জমে গিয়ে ক্লাউডিং বা ঝাপসা ভাব তৈরি হয়। ফলে আলোকরশ্মি সরাসরি রেটিনায় গিয়ে পড়তে পারে না।

আগে মনে করা হত শুধু বয়স্কদেরই ছানি পড়ে, কিন্তু এই ছানি পড়ার সমস্যা এখন যে কোনও বয়সেই হতে পারে। অতি বিরল হলেও শিশুবয়সেও এই রোগ দেখা যেতে পারে। তখন একে বলে কনজেনিটাল ক্যাটারাক্ট বা জন্মগত ছানি (congenital cataract)। যেহেতু রোগটি খুবই স্বাভাবিক এবং সকলেরই হয়, সেই কারণে চিকিৎসা না করালে কিন্তু এটিকেই অন্ধত্বের সবচেয়ে বড় কারণ হিসেবে ধরা যেতে পারে।

Childhood Blindness

কী কী কারণ রয়েছে? 

কনজেনিটাল ক্যাটারাক্টের ক্ষেত্রে মায়ের গর্ভে থাকার সময়েই লেন্সের ওপর প্রোটিন জমে ক্লাউডিং হতে পারে। গর্ভাবস্থায় মা যদি কোনও রোগে আক্রান্ত হয়, ভাইরাস জনিত সংক্রমণ থাকে তাহলে শিশুর চোখের দৃষ্টি ঝাপসা হতে পারে।

তাছাড়া মা নির্দিষ্ট কিছু ওষুধ খেলে, বংশগত রোগ বা ডায়াবেটিস, গ্যালাকটোসেমিয়া বা জিনগত রোগ থাকলে শিশুর কনজেনিটাল ক্যাটারাক্ট (congenital cataract) হওয়ার ঝুঁকি বাড়ে।

Babies can have cataracts

শিশুর চোখে ছানি পড়ছে, কী কী লক্ষণ দেখে বুঝবেন?

দৃষ্টিশক্তি ক্রমশ কমে আসা

ঠিক চশমা পরেও ভিশনের সমস্যা

ঝাপসা বা কুয়াশাচ্ছন্ন দৃষ্টি

কখনও কখনও একটা জিনিসকে দুটো দেখা অর্থাৎ ডবল ভিশন

রঙ চিনতে সমস্যা হওয়া

শিশুদের ছানি বোঝার কিছু লক্ষণ আছে যেমন– চোখের মনির ভেতরে ছোট্ট একটা গোল অংশ আছে যাকে বলে পিউপিল। ছানি পড়লে এই পিউপিলের ভেতরটা সাদা দেখায়। তাছাড়া ভিশন ফিক্সেশনেরও সমস্যা হয়।