Dental Bridges: দাঁত পড়ে গেলে বাঁধিয়ে নিন, সুবিধা অনেক

গুডহেল্থ ডেস্ক: আগেকার দিনে অনেকের মুখেই ঝলমল করত সোনার হাসি। হাসি মাত্রই সুন্দর, কিন্তু অনেকে আবার তা আরও সুন্দর দেখানোর জন্য শখ করে সোনার বা রুপোর দাঁত বসাতেন। তবে কেবল শখ নয়, দাঁত পড়ে গিয়ে যদি মাঝে ফাঁকা হয়ে যায়, তা ঢাকতেও দাঁত বাঁধানোর (Dental Bridges) প্রয়োজন হয়। নকল দাঁত পরলে (যেগুলো খোলা পরা করা যায়), সেটা শুধু দেখতে ভাল লাগে, কিন্তু কাজের সুবিধা তেমন হয় না। কিন্তু দাঁত বাঁধিয়ে নিলে সুস্থ স্বাভাবিক দাঁতের মতোই তা ব্যবহার করা যায়।

দাঁত বাঁধানো (Dental Bridges) আসলে কী?

বাঁধানো দাঁত বা ডেন্টাল ব্রিজে (Dental Bridges) সাধারণত যে দাঁতটি ক্ষতিগ্রস্ত হয়েছে বা পড়ে গছে, তার দু’পাশে দুটি ক্রাউন প্রতিস্থাপিত হয়, পার্শ্ববর্তী সুস্থ দাঁতের সাহায্য নিয়ে ব্রিজ করা হয়ে থাকে। এই দুটি প্রধান দাঁতকে বলে Abutment teeth এবং মধ্যবর্তী নকল দাঁতটিকে বলে Pontics।

বাঁধানো দাঁত কি শুধু সোনারই হতে পারে?

অনেকেই দাঁত বাঁধানোর ক্ষেত্রে সোনা পছন্দ করেন। কিন্তু শঙ্কর ধাতু, পোর্সেলিন, সেরামিক বা অন্য কিছুর সংমিশ্রণেও দাঁত বাঁধানো যেতে পারে। তবে মনে রাখতে হয়, ডেন্টাল ব্রিজ করতে গেলে প্রাকৃতিক সুস্থ দাঁতের সাহায্য অবশ্যই লাগবে।

বাঁধানো দাঁত কতদিন টেকসই থাকে?

সাধারণত ১০ বছর পর্যন্ত ভাল থাকে। তবে ওরাল হেলথ সম্পর্কে সচেতন হলে ও প্রতিদিন সামান্য পরিচর্যা করলে বাঁধানো দাঁত আরও বেশিদিন টিকতে পারে।

সুবিধাগুলো কী কী?

  • দাঁত পড়ে গেলে খেতে অসুবিধা হয়, কিন্তু বাঁধানো দাঁতে খাবার খেতে, চিবোতে কোনও অসুবিধাই নেই
  • দাঁত ফাঁকা হয়ে গেলে স্পষ্ট উচ্চারণে বাধা পড়ে। বাঁধানো দাঁতে এই সমস্যা দূর হয়
  • হাসি আরও সুন্দর হয়
  • মুখের অবয়ব অবিকৃত থাকে
  • বাকি দাঁতগুলোর অবস্থান ঠিক রাখে

হাঁটু প্রতিস্থাপনে ভয় নেই! বদলে যাবে জীবন, যেতে পারবেন ট্রেকিংয়েও