রক্তচাপ বাড়তে দেবেন না, রোজকার জীবনে কী কী নিয়ম মানবেন

গুড হেলথ ডেস্ক

উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার (High Blood Pressure) যে কত অসুখকে আমন্ত্রণ জানায়, তা একজন স্বাস্থ্য সচেতন মানুষ মাত্রেই জানেন। হার্টের অসুখ থেকে শুরু করে স্ট্রোক, কিডনির অসুখ, ডায়াবেটিস বা অন্যান্য দুরারোগ্য রোগে উচ্চ রক্তচাপ রীতিমতো ইন্ধন জোগায়। তাই রক্তের চাপকে বশে রাখা খুব জরুরি।

রক্তচাপ আসলে কী?
রক্তের মাধ্যমেই আমাদের সারা শরীরে অক্সিজেন ও খাদ্য সরবরাহ হয়। শিরার মধ্যে দিয়ে রক্ত সারা শরীর থেকে হৃদপিণ্ডে আসে। আর হৃদপিণ্ড সঙ্কুচিত হলে প্রবল বেগে রক্ত সেখান থেকে ধমনীর মাধ্যমে আবার সারা শরীরে ছড়িয়ে পড়ে। এর জন্যে ধমনীর দেওয়ালে যে চাপ তৈরি হয় তাকে রক্তচাপ বলে। হৃদপিণ্ড সঙ্কুচিত হওয়ার সময় যে রক্তচাপ থাকে, তাকে ‘সিস্টোলিক’ ও হৃদপিণ্ড সম্প্রসারণের সময় যে রক্তচাপ থাকে তাকে ‘ডায়াস্টোলিক’ রক্তচাপ বলে।

 Blood Pressure

একজন সুস্থ মানুষের রক্তচাপ কত থাকা দরকার?
রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ১২০ মিমি / পারদ (সিস্টোলিক) ও ৮০ মিমি / পারদ (ডায়াস্টোলিক) থাকে।
দৌড়াদৌড়ি করলে, উত্তেজিত থাকলে আমাদের রক্তচাপ সাময়িকভাবে বেড়ে (High Blood Pressure) যেতে পারে। তবে বিশ্রামে থাকলে রক্তচাপ আবার স্বাভাবিক অবস্থায় ফেরত আসে।

High blood pressure

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কী কী করবেন?
উচ্চ রক্তচাপের (High Blood Pressure) প্রবণতা থাকলে সতর্ক হওয়া ভীষণ দরকার। লাইফস্টাইল ম্যানেজমেন্টই এর একমাত্র দাওয়াই।

● মানসিক উত্তেজনা কমাতে হবে
● পর্যাপ্ত ঘুম (অন্তত ৭ ঘণ্টা) আবশ্যিক
● ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, বিএমআই যেন ২৫ এর কম থাকে, সে খেয়াল রাখতে হবে
● অল্প হলেও কায়িক পরিশ্রম করতে হবে, না হলে শরীরচর্চা বা ব্যায়াম করা মাস্ট
● ডায়াবেটিস ও কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে রাখতে হবে
● পুষ্টিকর সুষম খাবার খেতে হবে। জাঙ্কফুড যত কম খাওয়া যায়, ততই ভাল
● কিডনির সমস্যা থাকলে তার সঠিক চিকিৎসা করতে হবে
● উচ্চ রক্তচাপের প্রবণতা থাকলে একজন চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে রক্তচাপের ওঠানামা লক্ষ্য রাখতে হবে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ খেতে হবে।