HIV: এইডস সারবে ভ্যাকসিনের এক ডোজেই! জিন থেরাপিতে বড় খোঁজ বিজ্ঞানীদের

গুড হেলথ ডেস্ক

এইচআইভি (HIV)  ভ্যাকসিন এখনও সাড়া জাগায়নি। এইডস সারানোর নানা চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা চলছে। ৩৫ বছর আগে এইডসের ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়েছিল। এইডসের কোনও উল্লেখযোগ্য থেরাপি এখনও আসেনি। তেমন কোনও টিকাও (HIV) নেই যা রোগ প্রতিরোধে সফল হয়েছে। কিন্তু এতদিনে ভাগ্যের শিকে ছিঁড়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। আধুনিক জিন থেরাপিতে এমন ভ্যাকসিন তৈরি হতে পারে যার একটি ডোজেই সারবে এইডস, এমনটাই দাবি বিজ্ঞানীদের।

জিন থেরাপির সবচেয়ে সাড়া জাগানো পদ্ধতি ক্রিসপার টেকনোলজিতে (CRISPR/Cas9) এইচআইভি-র নতুন ভ্যাকসিন তৈরির পথে ইজরায়েলের তেল আভিভ ইউনিভার্সিটির গবেষকরা। বিজ্ঞানীরা রক্তের বি-কোষ বা বি-লিম্ফোসাইট কোষকে ক্রিসপার পদ্ধতিতে কাটাছেঁড়া করে (Genetic Engineering) এমনভাবে ডিজাইন করবেন যাতে সেটি এইচআইভি ভাইরাসের (HIV) বিরুদ্ধে লড়াই করতে পারে। জিনগতভাবে বদলে যাওয়া বি-কোষ এমন অ্যান্টিবডি তৈরি করবে যা শরীরে ঢুকে এইচআইভি ভাইরাসকে নির্মূল করতে পারবে। ভ্যাকসিনের মতো করে তা ইনজেক্ট করা হবে রোগীর শরীরে। বিজ্ঞানীদের দাবি, এই গবেষণা সফল হলে ভ্যাকসিনের একটি ডোজেই বাজিমাত হয়ে যাবে। মারণ রোগ জয় করবেন এইডস রোগীরা।

 HIV

বিশ্বে হইচই ফেলে দেওয়া ক্রিসপার জিন পদ্ধতিতে তৈরি হবে এইচআইভির যম

ক্রিসপার (CRISPR) হল ডিএনএ (ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড)-র একটি পরিবার যা মূলত প্রোক্যারিওটিক জীব অর্থাৎ ব্যাকটেরিয়া, আর্কিয়াদের মধ্যে পাওয়া যায়। সোজা কথায় বলতে গেলে ব্যাকটেরিয়ার জিনোম সিকুয়েন্স বা জিনের বিন্যাস। এই জিনের বিন্যাস আসে ব্যাকটেরিওফাজের থেকে। এই জিনের বিন্যাসের অ্যান্টি-ভাইরাল গুণ থাকে। ব্যাকটেরিয়ার শরীরে ইমিউনিটির জন্য দায়ী। ক্রিসপার-ক্যাল সিস্টেমকে বলে প্রোক্যারিওটিক ইমিউন সিস্টেম। এই ক্রিসপার-ক্যাস৯ অ্যান্টিভাইরাল ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করেই জিন এডিটিং বা জিনের বিন্যাসে বদল নিয়ে আসেন বিজ্ঞানীরা। ক্যাস-৯ নিউক্লিয়েজের সঙ্গে সিন্থেটিক গাইড আরএনএ (gRNA) যোগ করে কোষের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। এই আরএনএ যুক্ত ক্যাস-৯ যে কোনও প্যাথোজেন বা ফরেন মলিকিউলকে কেটে দিতে পারে নির্দিষ্ট স্থানে। কোষের ক্ষতিকর জিন কেটে বাদ দিয়ে তাকে মডিফায়েড করা যায় এই পদ্ধতিতে। ক্যানসার চিকিৎসায় এই পদ্ধতির প্রয়োগ করছেন বিজ্ঞানীরা।

Pediatric Liver Disease: ছোটবেলা থেকেই লিভারের রোগ? ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ছে আপনার বাচ্চার

 HIV vaccine

ক্রিসপার পদ্ধতিতে বি-কোষের অদলবদল করে এইচআইভি প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করবেন বিজ্ঞানীরা। বি-কোষ তৈরি হয় অস্থিমজ্জায়। পরিণত হয় রক্তে বি-লিম্ফোসাইট ইমিউন কোষ তৈরি করে। সংখ্যায় বেড়ে এই লিম্ফোসাইট কোষ শরীরে ঢোকা রোগ জীবাণু বা অ্যান্টিজেনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এই বি-কোষকেই এবার কাটাছেঁড়া করে এইচআইভির বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করবেন বিজ্ঞানীরা।