
Male Infertility: পুরুষের যৌন ক্ষমতায় ‘ভিলেন’ এটিই, ছোট থেকেই সাবধান থাকা উচিত
গুড হেলথ ডেস্ক
যৌন অক্ষমতার (Male Infertility) কারণ অনেক থাকতে পারে। কিন্তু রোজকার জীবনযাত্রা ও জীবনযাপন পদ্ধতিতেই এই সর্বনাশের বীজ লুকিয়ে থাকে। একের পর এক ভুল, অসর্তকায় তা ডালপালা মেলতে শুরু করে। একসময় গিয়ে বিপদ ঘনায়। তখন ডাক্তার-বদ্যি, সার্জারি, কাউন্সেলিং আর সেই সঙ্গেই একরাশ লজ্জা-সঙ্কোচ রোগীকে মানসিকভাবে অসুস্থ করে তোলে।
পুরুষ বন্ধ্যত্বের (Male Infertility) অন্যতম ভিলেন হিসেবে ওবেসিটি বা স্থূলত্বকেই কাঠগড়ায় তুলছেন বিশেষজ্ঞরা। খাওয়াদাওয়ার অনিয়ম এবং অবৈজ্ঞানিক উপায়ে জীবনযাপনের কারণে দিন দিন পেটে জমা মেদই বাবা হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে গবেষকদের দাবি।
ওবেসিটি কমিয়ে দিতে পারে স্পার্ম কাউন্ট
ওবেসিটিতে আক্রান্ত পুরুষদের শুক্রাণুর (Male Infertility) সংখ্যা কমতে পারে, এমনটাই দাবি করা হয়েছে নানা গবেষণায়। স্পার্ম কাউন্টও কমে যায় এই ভুঁড়ি ও ওবেসিটি থেকেই। সেই সংখ্যা এতটাই কমের দিকে থাকে যে সন্তান উৎপাদনের ক্ষেত্রে বড়সড় বাধা হয়ে দাঁড়ায়।
Diabetes-Heart Disease: ডায়াবেটিস আছে? রক্তে শর্করার মাত্রা কত থাকলে হৃদরোগের ঝুঁকি কমবে
২০১৬ সালে কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি সমীক্ষা চালিয়েছিলেন। স্থূলত্বের সমস্যায় ভুগছেন এমন পুরুষদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। তাতে দেখা গেছে স্থূলত্বের জিন বাবা হওয়ার পথে বাধা তৈরি করে তো বটেই, আবার সন্তানের শরীরেও সেই জিন প্রবেশ করতে পারে। পরীক্ষায় দেখা গিয়েছিল, ওবেসিটি আক্রান্ত বাবার স্পার্মের সঙ্গে সন্তানের শরীরে প্রবেশ করে মোটা হওয়ার জিন। এমন বাবার সন্তানরা বেশির ভাগ ক্ষেত্রে মোটা হয়েছে। শুধু তাই নয়, বেশির ভাগই ওবেসিটিতে আক্রান্ত।