
রূপচর্চায় হলুদের (Turmeric) ব্যবহার সেই বহুকাল ধরে চলে আসছে। হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্য়ান্টিমাইক্রোবিয়াল গুণ যেমন শরীরের জন্য উপকারি, তেমনি ত্বকের জন্যও। ঘরোয়া রূপটানে দই, হলুদের বিকল্প নেই। কিন্তু রূপচর্চার সময়েও নিয়ম মানতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, হলুদের ফেস প্যাক ব্যবহার করছেন ঠিকই, কিন্তু ব্যবহারে ভুল হলে উল্টো ফল হবে।
হলুদের প্যাক ব্যবহার করলে কী কী বিষয়ে মাথায় রাখবেন
দই ও হলুদের ফেকপ্যাক ত্বকের জেল্লা আনে। ত্বক থেকে টক্সিন বের করে দেয়। অনেকেই হলুদের প্যাকের সঙ্গে আরও নানা কিছু মিশিয়ে নেন। হলুদের নিজেরই গুণ অনেক, সেখানে একগাদা জিনিস মেশালে উল্টো প্রতিক্রিয়া হতে পারে।
বাজার চলতি হলুদের ফেসপ্যাকের বদলে ঘরেই বানিয়ে নিন দই, হলুদের (Turmeric) মিশ্রণ। অথবা বেসন, হলুদ ও অলিভ অয়েলের প্যাকও ত্বকের জন্য উপকারি। এর সঙ্গে আর কোনও কেমিক্যাল মেশাবেন না।
হলুদের প্যাক লাগালে ২০ মিনিটের মধ্যে ধুয়ে ফেলতে হবে। বেশিক্ষণ রেখে দিলে ত্বকে দাগ পড়বে।
মুখে ফেস প্যাক লাগানোর পর অনেকেই ভাল করে ধুয়ে পরিষ্কার করেন না। কিন্তু এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় ত্বকের। দীর্ঘসময় প্যাক মুখে মেখে রাখলে ও ভাল করে না ধুলে এর থেকে ত্বকে ব্রণ, র্যাশ বেরোতে পারে।
মুখে ছোপ ছোপ দাগ হয়ে যাবে যদি হলুদের (Turmeric) ফেস প্যাক সমান ভাবে না লাগানো হয়।
মুখে হলুদের প্যাক লাগানোর পর অন্তত ১২-১৩ ঘণ্টা মুখ সাবান দিয়ে ধোবেন না। এতে সাবানের কেমিক্যাল মুখে গিয়ে ত্বকের রোমকূপ বন্ধ করে দিতে পারে। বেশি করে জল দিয়ে মুখ ধোবেন।