ছোটদেরও হতে পারে কিডনির রোগ, লক্ষণ চিনুন, বাবা-মায়েরা কীভাবে সতর্ক থাকবেন

গুড হেলথ ডেস্ক

শরীর থাকলে রোগও থাকবে! আমরা কে না জানি! তবে কিছু রোগ থাকে, যেগুলো নিয়ে শিশুদের ছোট বেলায় বা জন্মের ঠিক পরে পরেই আমরা অতটা মাথা ঘামাই না, যেমন ওবেসিটি, আর্থ্রাইটিস, ডায়াবেটিস ইত্যাদি। কিডনির অসুখও (Kidney Disease) এদের মধ্যে অন্যতম। আমরা ভাবি কিডনির ব্যামো শুধু বয়সকালেই বুঝি হয়। তবে এ ধারণা সম্পূর্ণ ভুল। ছোটদেরও হতে পারে কিডনির সমস্যা।

গোটা বিশ্বের নিরিখে ১০০ জনের মধ্যে ১০ জনই ভোগেন কিডনির অসুখে (Kidney Disease)। তবে বাচ্চাদের এই অসুখের প্রবণতা কম। কিন্তু হলে তার চিকিৎসা পদ্ধতি বড়দের থেকে সম্পূর্ণ আলাদা রকমের।

Chronic Kidney Disease

বাচ্চাদের কিডনির অসুখ (Kidney Disease) কী কী ক্ষেত্রে হতে পারে?
● সময়ের অনেক আগে বাচ্চা জন্মালে
● বাচ্চার কিডনিতে জন্মগত ত্রুটি থাকলে
● ডায়েরিয়া এবং নিউমোনিয়া থেকে সারা শরীরে সংক্রমণ হলে
● জন্মের পর একাধিকবার মূত্রনালির সংক্রমণ ঘটলে
● কোনও ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে
● প্রস্রাবে বাধা পেলে
● রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে
● প্রস্রাবে প্রোটিন স্বাভাবিকের তুলনায় বেশি থাকলে

Kidney disease

শিশুর কিডনির অসুখ রয়েছে কিনা, কী কী লক্ষণ দেখে বুঝবেন?
◆ শরীর ফুলে যাওয়া
◆ খিদে কমে যাওয়া, কিছু খেতে না চাওয়া
◆ বয়সের তুলনায় বাচ্চার বিকাশ কম হওয়া
◆ স্বাভাবিকের তুলনায় প্রস্রাব বেশি অথবা কম হওয়া
◆ প্রস্রাবে ফেনা থাকা
◆ ত্বকে অত্যাধিক শুষ্কতা
◆ শ্বাস-প্রশ্বাসে কষ্ট হওয়া
◆ কানে শুনতে সমস্যা
◆ হাড়ে অসহ্য ব্যথা হওয়া

kidney disease

শিশুদের ক্ষেত্রে এমন লক্ষণ দেখলে অনেক বাবা-মা-ই দিগভ্রান্ত হয়ে পড়েন। বুঝতে পারেন না, সন্তানের সমস্যাটা ঠিক কোথায়!
সে ক্ষেত্রে বাবা মায়েদের আগে সন্তানকে কোনও চিকিৎসকের কাছে দেখানো উচিত। প্রাথমিকভাবে কিডনির রোগ (Kidney Disease) শনাক্ত করা এবং যথাযথ চিকিৎসা করার জন্য দক্ষ পেডিয়াট্রিক নেফ্রোলজিস্টের প্রয়োজন।

বাচ্চাদের কিডনিতে (Kidney Disease) কোনও সমস্যা হলে সে ক্ষেত্রে প্রথমেই প্রস্রাব পরীক্ষা করা হয়। কোনও অস্বাভাবিকতা দেখা গেলে প্রয়োজনে আলট্রাসাউন্ড এবং ক্রিয়েটিনিন পরীক্ষা করা হয়। ডায়েরিয়া থেকে কিডনির সমস্যা হলে প্রয়োজনমতো ফ্লুইড এবং ইলেক্ট্রোলাইট দেওয়া হয়। আর ক্রনিক কিডনির রোগ প্রথম অবস্থায় ধরা পড়লে ওষুধের সাহায্যে এবং লাইফস্টাইল পরিবর্তন করলেই উপকার পাওয়া যায়। তবে শেষ পর্যায় ক্রনিক কিডনির রোগ ধরা পড়লে ডায়ালিসিস ও কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়।