
Memory Loss: সেক্স করতে গিয়ে স্মৃতি গায়েব? শর্ট টাইম মেমরি লসে ভোগেন অনেকে
গুড হেলথ ডেস্ক
সঙ্গিনীর সঙ্গে চরম আনন্দের মুহূর্ত কাটানোর পরেই দেখেন স্মৃতির পাতা বেমালুম ফাঁকা হয়ে গেছে (Memory Loss)। বিগত কয়েকদিনের কথা মনেই নেই। এমনকি গত এক সপ্তাহে কী কী ঘটেছে তা মাথাতেই আসছে না। সেক্স করতে গিয়ে স্মৃতিলোপ হয়েছে এমন উদাহরণ অনেক।
সম্প্রতি আয়ারল্যান্ডে ৬৬ বছরের এক প্রৌঢ় নিজের স্ত্রীর সঙ্গে সঙ্গম করার কিছুক্ষণের মধ্য়ে বোঝেন তাঁর বিগত দিনের কথা কিছু মনেই নেই। অন্তত সপ্তাহখানেকের স্মৃতি তাঁর ব্রেন থেকে একেবারে গায়েব হয়ে গেছে। ওয়াশিংটনের এক মহিলার কথাও খবরে এসেছিল। সেই মহিলা জানিয়েছিলেন, স্বামীর সঙ্গে সঙ্গমের পরে তিনি দেখেন গত ২৪ ঘণ্টায় যা যা ঘটেছে কিছুই তাঁর মনে নেই। শত চেষ্টাতেও সেই স্মৃতি ফেরাতে পারেননি ওই মহিলা। ‘দ্য জার্নাল অব এমার্জেন্সি মেডিসিন’-এ ওই মহিলার অভিজ্ঞতার কথা বলেছিলেন গবেষকরা (Memory Loss)।
এমন দেখা গেছে, সঙ্গমের পরে শর্ট টাইম মেমরি লস হয়েছে (Memory Loss) অনেকের। কিন্তু এমন হয়েছে তার ব্যাখ্য়া সেভাবে দিতে পারেননি মনোবিদেরা। তাঁদের অনুমান, অধিক উত্তেজনায় ও হরমোন ক্ষরণে মস্তিষ্কের স্মৃতিবাক্সে কিছু রাসায়নিক বদল হতে পারে। সে কারণেই কিছুদিনের স্মৃতি লোপ পেয়ে যেতে পারে মস্তিষ্কের সেই অংশ থেকে। তবে এ ব্য়াপারে গবেষণা চলছে।
মনোবিদরা বলছেন, বড়সড় স্মৃতিনাশ নয়, ছোটখাটো এই মেমরি লসের রোগকে বলে অ্য়ামনেশিয়া (Amnesia)। কিছুক্ষণ আগে শোনা কথা ভুলতে শুরু করতে পারেন, কিছুদিন আগের ঘটনাও স্মৃতি থেকে বেমালুম উবে যেতে পারে। নামধাম তো বটেই, গুরুত্বপূর্ণ যে কোনও বিষয়ই যদি স্মৃতির পাতা থেকে হারিয়ে যেতে অ্য়ামনেশিয়া হলে।
অ্য়ামনেশিয়া কী?
অ্য়ামনেশিয়ার নানা ধরন আছে। মূলত দু’রকম বেশি দেখা যায়। নতুন কোনও ঘটনা বা তথ্য মনে রাখার সমস্যা যদি হয় তাহলে তাকে বলে অ্য়ানটেরোগ্রেড অ্য়ামনেশিয়া, আর অতীতের ঘটনা যদি ঘন ঘন ভুলতে শুরু করেন, তাহলে বুঝতে হবে রেট্রোগেড অ্য়ামনেশিয়া হয়েছে। মস্তিষ্কে আঘাত, স্ট্রোক, সংক্রমণজনিত কারণ, ব্রেন টিউমার, প্রচণ্ড মানসিক চাপ ও অ্য়াংজাইটি থেকে অ্য়ামনেশিয়া হতে পারে যা ডিমেনশিয়ার পূর্ব লক্ষণ। বড়সড় স্মৃতিলোপের অসুখ বা ডিমেনশিয়া হওয়ার আগে অ্যামনেশিয়াই জানান দেয় ব্রেনের ভেতরে গণ্ডগোল পেকেছে। স্মৃতির বাক্স খালি হতে শুরু করেছে। তখন সাবধান হতে হবে।
এই সময় মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই থেরাপি শুরু করা উচিত। সঠিক কাউন্সেলিং হলে রোগী সুস্থ হবে খুব তাড়াতাড়ি। সেই সঙ্গে পুষ্টিকর ডায়েট ও এক্সারসাইজও জরুরি।