আইভিএফ নিয়ে ভয়-সংশয়, হাজারো প্রশ্ন মনে? উত্তর দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক

গুড হেলথ ডেস্ক

বন্ধ্যত্বের (Infertility) চিকিৎসায় অত্যাধুনিক উপায় আইভিএফ (ইনভিট্রো ফার্টিলাইজেশন)। তবে এই নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন ও সংশয়ের শেষ নেই। সব প্রশ্নের উত্তর দিয়েছেন কলকাতার ক্রেডেল ফার্টিলিটি সেন্টারের গাইনোকোলজিস্ট ও আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর হানি কুরেশি।

আইভিএফ (IVF) নিয়ে আমাদের সমাজে অনেক ভ্রান্ত ধারণা আছে–এই পদ্ধতি কি খুব যন্ত্রণাদায়ক? কত খরচ? কোনও পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি? আইভিএফ পদ্ধতিতে জন্মানো শিশু আর পাঁচটা সাধারণ শিশুর মতো হয় তো?

আইভিএফ (IVF) কি খুব যন্ত্রণাদায়ক?

হবু মাকে কিছু ইঞ্জেকশন দেওয়া হয় তবে অ্যানাস্থেশিয়া করার পরেই। ছোট সূঁচ যাতে যন্ত্রণা হয় না। কোনও রকম রক্তক্ষরণ বা সাইড এফেক্টস নেই।

আইভিএফ কি নিরাপদ?

আইভিএফে শুধু একরকমই সাইড এফেক্ট দেখা যায়–ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম। এটি যাতে না হয় তার জন্য অনেক রকম ওষুধ আছে। তাই চিন্তার কোনও কারণ নেই।

আইভিএফের ওষুধগুলির কোনও পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি?

জরায়ুকে স্টিমুলেট করার জন্য কিছু ইঞ্জেকশন দেওয়া হয়, কিন্তু এগুলির কোনও সাইড এফেক্টস নেই। তবে ওভারি স্টিমুলেশনের সময় হাল্কা মাথাব্যথা, ঝিমুনি বা বমিভাব আসতে পারে।

আইভিএফ পদ্ধতিতে জন্মানো শিশু কি ‘স্বাভাবিক’ হয়?

শুক্রাণু ও ডিম্বানুর যে নিষেক প্রক্রিয়া শরীরের ভেতরে হয়, সেটাই শুধুমাত্র বাইরে ল্যাবরেটরিতে করা হয়। তারপর ভ্রূণ মায়ের গর্ভে প্রতিস্থাপন করা হয়। তাই এই পদ্ধতিতে জন্মানো শিশু পুরোপুরি স্বাভাবিক হয় এবং নিজের মায়ের গর্ভজাত সন্তানই বলা যায় তাকে।

বন্ধ্যত্ব সারাতে কী কী আধুনিক সার্জারি আছে?

ভ্রূণের লিঙ্গ ঠিক করা যায়?

এই পদ্ধতিতে ভ্রূণের লিঙ্গ ঠিক করা যায় না।

আইভিএফ মানেই কি সিজার ডেলিভারি?

আইভিএফ পদ্ধতিতে সাধারণত নর্মাল ডেলিভারি করা হয় না।

খরচ কি আকাশছোঁয়া?

আইভিএফ শুরু হয়েছে ১৯৭৮ সালে। তখন থেকেই নানা সেন্টারে এই পদ্ধতি করা যায়। নানারকম ওষুধও বেরিয়ে গেছে। আইভিএফের পরিকাঠামোও আছে অনেক জায়গায়। তাই খরচ আকাশছোঁয়া নয়।